শ্রীমঙ্গলে আরো একজন করোনা রোগী সনাক্ত হয়েছেন। রবিরার রাত ১১ টার দিকে এ-সংক্রান্ত রিপোর্ট সিলেট থেকে শ্রীমঙ্গল হেলথ কমপ্লেক্সে এসে পৌছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, শ্রীমঙ্গলে যিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি ঢাকাফেরত এক কলেজছাত্রী ও শ্রীমঙ্গলের একটি চা বাগানে তার বাসা। তিনি গত ২২ এপ্রিল ঢাকা থেকে শ্রীমঙ্গল এসেছেন এবং হোম কোয়ারেন্টিনে ছিলেন। ২৩ তারিখে পরীক্ষার জন্য তার স্যাম্পল নেয়া হয় এবং ২৬ তার রেজাল্ট পজিটিভ আসে।
তিনি জানান, রোববার রাতেই রিপোর্ট পাবার পর শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী ও অন্যান্য কর্মকর্তারা করোনা আক্রান্ত রোগীর বাড়িতে যান।
স্বাস্হ্য কর্মকর্তা সাজ্জাদ হোসেন আরো জানান, রোগী সুস্হ রয়েছে এবং বাসায় অবস্হান করছে। তবে রোগীর বাসাসহ দু'টি বাসা লকডাউন করা হয়েছে। এ নিয়ে শ্রীমঙ্গল উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়াঁল দুইজনে।