কসবায় ১০টি বেদে পরিবারকে আইনমন্ত্রীর ব্যক্তিগত ত্রাণতহবিল থেকে খাদ্যসামগ্রী দিলেন কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন। গতকাল রোববার (২৬ এপ্রিল) বিকেলে তিনি এসকল অসহায় কর্মহীন পরিবারগুলোর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
জানা যায়, ১০টি বেদে পরিবার উপজেলার অদূরে মনকাসাইর বাস স্ট্যান্ডের পাশে ঝুপড়ি বেঁধে বসবাস করতো। করোনার ফলে এরা গ্রামে-গঞ্জে যেতে না পারায় অর্ধাহার ও অনাহারে দিন কাটাচ্ছিল। এদের এ দুরবস্থার কথা শুনে কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন দ্রুত ওইদিন বিকেলে নিজের গাড়িতে করে ১০প্যাকেট খাদ্যসামগ্রী পৌঁছে দেন। প্যাকেটে ছিলো ১০ কেজি চাল, পিয়াজ, আলু, ডাল ও তেল। খাদ্যসামগ্রী পেয়ে এদের মুখে হাসি ফোটে।