সোমবার মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের অন-লাইন সভা অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ছুটিতে শিক্ষার্থীদের অপূরণীয় ক্ষতি পুষিয়ে করণীয় নির্ধারণে বেলা ১২ টা থেকে দেড়টা পর্যন্ত এ সভা অনুষ্ঠিত হয়। সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার এর সভাপতিত্বে সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী আবদুল ওয়াহিদ, ইছাপুরা সরকারী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নাসির উদ্দিন,মালখানগর উচ্চবিদ্যালয়ের মনজুরুল আলম,সিরাজদিখান উচ্চবিদ্যালয়ের মো: রফিকুল ইসলাম,রায়বাহাদুর ইনষ্টিটিউশনের বিশ্বনাথ তালুকদার,ছাতিয়ানতলী উচ্চবিদ্যালয়ের মো: আবুল হাসান মোল্লা,শুলপুর উচ্চবিদ্যালয়ের সমীর চন্দ্র শাখারী,শেখর নগর বালিকা উচ্চবিদ্যালয়ের সুফিয়া আক্তার,প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় কুসুমপুর উচ্চ বিদ্যালয়,মাষ্টার আ: রহমান উচ্চবিদ্যালয় এর প্রতিষ্ঠান প্রধান গণ সংযুক্ত ছিলেন। সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো: খোকন মিয়া।
সভায় টেলিভিশনে প্রচারিত ক্লাস অনুসরনে শিক্ষার্থীদের উৎসাহ দেয়া,ফেইসবুক গ্রুপ তৈরী করে নিয়মিত পাঠ উপস্থাপন,অনলাইনে ক্লাস নেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে নানা সুপারিশ পর্যালোচনা করা হয়।