করোনা ভাইরাসের জন্য গণজমায়েত নিষিদ্ধে করে সরকারি ছুটি ঘোষণা করেছেন সরকার। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী। কিন্তু ভিন্নচিত্র জয়পুরহাটের কালাই উপজেলার দুইটি অগ্রণী ব্যাংক শাখার। সেখানে নেই কোন সামাজিক দূরত্ব, নেই করোনার ভয় আর নেই কর্তৃপক্ষের তদারকি। সোমবার দুপুরে সেখানে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা নিতে আসা শত শত মানুষের ভিড় চোখে পড়ার মত। ঘন্টার পর ঘন্টা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী মানুষগুলো ভাতার টাকার জন্য দাঁড়িয়ে ও বসে অপেক্ষায় আছেন। এতে সচেতন মহলে ক্ষোভ আর বাড়ছে করোনা ভাইরাসের আতঙ্ক।
সরেজমিনে জানা গেছে, কালাই উপজেলার দুইটি অগ্রণী ব্যাংক শাখা রয়েছে। একটি উপজেলার মাত্রাইহাটে মাত্রাই অগ্রণী ব্যাংক শাখা ও কালাই হাসপাতাল রোডে কালাই অগ্রণী ব্যাংক শাখা। ওই দুই অগ্রণী ব্যাংক শাখায় সোমবার উপজেলার বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা নিতে আসেন শত শত মানুষেরা। চারদিকে যখন করোনা ভাইরাসের আতঙ্ক। উপজেলার প্রশাসন যখন জনসচেতনতা বৃদ্ধি, জনসমাগম ঠেকানোসহ সামাজিক দূরত্ব নিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন ঠিক তখনই উপজেলার দুইটি অগ্রণী ব্যাংক শাখার কর্তৃক বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বিতরণে তার চিত্র ছিল উল্টো। এ সময় অসহায় দরিদ্র মানুষজন করোনা ঝুঁকি না মেনে ব্যাংকের সামনের সড়কের পাশে দল বেঁধে বসে ও দাঁড়িয়ে অপেক্ষা করছে ভাতা গ্রহণের জন্য। সেখানে নেই কোন নিয়ম, ছিল না সামাজিক দূরত্ব, ছিল সেখানে জনসমাগম। উপজেলায় ইতোমধ্যে ৪জন ব্যক্তি করোনা আক্রান্ত খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় আতঙ্ক বাড়লেও বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের জনসমাগম নিয়ে দেখা যায়নি ব্যাংক কর্তৃপক্ষের কোন উদ্যোগ।
করোনা আতঙ্ক মাথায় নিয়ে কালাই অগ্রণী ব্যাংক শাখায় ভাতা নিতে আসা উপজেলার বানীহারা গ্রামের ছাফিয়া, আলেতন দক্ষিন ভাবকী গ্রামের মিজানুর, ছোবাহানসহ কয়েকজন বয়স্ক ও বিধবা জানান, তারা খুব সকালে এসে কালাই অগ্রণী ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছেন। সাড়ে ১২টা বাজে কিন্তু তখনও টাকা পাইনি বলে তারা জানান।
করোনা ভাইরাস আতঙ্ক নিয়ে মাত্রাই অগ্রণী ব্যাংক শাখায় ভাতা নিতে আসা উপজেলার বিয়ালা গ্রামের আমেজন ও পাইকশ্বর গ্রামের হাবিজনসহ কয়েকজন প্রতিবন্ধী জানান, মাত্রাই অগ্রণী ব্যাংকে প্রতিবন্ধী ভাতার টাকা তুলতে এসেছেন তারা। সকাল ৯টায় বই জমা দিয়েছেন। ভাতার টাকার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে চরম ভোগান্তি শিকার হতে হচ্ছে তাদের। এরপরেও ভাতার টাকা জন্য কোন খোঁজ খবর পাচ্ছেনা তারা।
এ বিষয়ে কালাই অগ্রণী ব্যাংকের এসপিও এ এইচ এম রবিউল আলম বলেন, তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বারবার বলা হলেও তারা বিষয়টি মানতেছেনা। আমরা তাদেরকে ভাতা টাকা দিতে দ্রুত চেষ্টা করছি।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.মোবারক হোসেন পারভেজ বলেন,বিষটি ক্ষতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন তিনি।