করোনা ভাইরাসের প্রভাবে ফরিদপুরের বিভিন্ন পেশার নিম্ন আয়ের মানুষ গুলো কর্মহীম পড়েছে। আর এসব কর্মহীন অসহায় মানুষ মানুষের পাশ দাঁড়িয়েছেন বে-সরকারি উন্নয়ন সংস্থা বেনিফিসিয়ারিজ ফ্রেন্ডশিপ ফোরাম বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির।
স্থানীয় প্রশাসন ও বিএফএফ এর সমন্বয়ে নিয়মিত খাদ্য সামগ্রী বিতরনের অংশ হিসাবে সোমবার সকালে সদর উপজেলার ডিক্রির চর ইউনিয়নের তাইজউদ্দিন মুন্সীর ডাঙ্গীতে খাদ্য সামগ্রী বিতরণ এর উদ্বোধন করেন ডিক্রির চর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন, বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির, কর্মসূচি কর্তমর্তা জহিরউদ্দিন আহমেদ, শহিদুল ইসলাম সোহান। পরে তিনি কর্মহীন অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও সদর উপজেলার অম্বিকাপুর ও চরমাধবদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিতরণ কৃতী খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১লিটার তেল, ৫০০গ্রাম ছোলা, ৫০০গ্রাম চিনি, ৫০০গ্রাম চিড়া, ৫০০গ্রাম লবন। আর করোনার হাত থেকে রক্ষা পেতে ১টি সাবান ও ১টি মাস্ক।
বিএফএফ এর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদী সাব্বির বলেন, উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে বিএফএফ এর শুভাকাঙ্খীদের সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করছি। যতদিন করোনার প্রাদুর্ভাব থাকবে আমাদের খাদ্য সামগ্রী বিতরণও অব্যহত থাকবে।