পাবনার সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এবং সরকারের উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় একজন কৃষকের মাঝে অত্যাধুনিক একটি কম্বাইন হারবেস্টার বিতরণ করা হয়েছে। সোমবার পাবনা-২আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির উপজেলার আহম্মদপুর গ্রামের আদর্শ কৃষক সিরাজুল ইসলামের মাঝে ওই হারবেস্টার বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) আসিফ আনাম সিদ্দিকী, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ময়নুল হক সরকার ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাঈম হাসান প্রমুখ।