কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের বলিয়ার্দী পশ্চিম পাড়া গ্রামের জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেড় ধরে ফিরোজ মিয়ার নির্দেশে নূরুল ইসলাম খলিল মিয়া সহ ৮-১০ জন দেশীয় অস্ত্র সর্জিত হয়ে আবু ছাঁদ মিয়ার বাড়িতে হামলা চালালে মহিলাসহ অন্ত্যত ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন আরমান মিয়া (৩০), আসলাম মিয়া (২৫), আবু সাদ (৬০), মোছাঃ রেশমা আক্তার (৫০) ও লায়েস মিয়া (৩০)। এদের মধ্যে গুরুতর আহত আরমান মিয়া ও আসলাম মিয়াকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাটি ঘটে গত রোববার সকাল ১০ টার দিকে। যানা যায় ফিরোজ মিয়া ও তার লোকজন আবু সাদ ওরফে আক্কল আলীর দুটি ঘর ভাংচুর ও লুটপাট করেছে। এ সময় আক্কল আলীর স্ত্রী রেশমা আক্তারকে বেদড়ক ভাবে পিটিয়েছে বলে এলাকার বাসীর অভিযোগ। এতে তার বাড়িঘর ভাংচুর প্রায় অধ্যলক্ষ টাকা হবে বলে ধারনা করা হচ্ছে। এ বিষয়ে রেশমা আক্তার বাদী হয়ে ফিরোজ মিয়া, ফেনু মিয়া, নুরুল ইসলাম খলিল মিয়া সহ ১০ জনের নামে বাজিতপুর থানায় সোমবার একটি অভিযোগ দায়ের করেন। বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটুয়ারী সত্যতা স্বীকার করেন।