জয়পুরহাটের কালাইয়ে এক মুরগী ব্যবসায় শরীরে করোনা ভাইরাস পজেটিভ সনাক্ত হয়েছে। করোনা সনাক্ত যবুক হলেন জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের পুর্বপাড়ার বাসিন্দা। রোববার সন্ধায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরি থেকে যে রিপোর্ট পাঠানো হয় তাতে এই যুবক রিপোর্টে করোনা পজেটিভ সনাক্তে হয়েছে। করোনা ভাইরাস সনাক্ত ৩৯ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি কালাই উপজেলার পুনট ইউনিয়নের পুনট পূর্বপাড়ার বাসিন্দা।
এই কথা নিশ্চিত করে কালাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের মো. তানভীর হোসেন বলেন, করোনা ভাইরাস আক্রান্ত ওই ৩৯ বছর বয়সী ব্যক্তি ঢাকার কাওয়ান বাজারে মুরগি বিক্রি করতেন। তিনি চলতি মাসে ১৮ তারিখে ঢাকা থেকে বাড়িতে ফেরার পর তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয় এবং ২২ তারিখে তার নমুনা সংগ্রহ করে কালাই উপজেলা স্বাস্থ্য বিভাগ। রোববার সন্ধায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরি থেকে যে রিপোর্ট পাঠানো হয় তাতে ঐ ব্যক্তির রিপোর্টে করোনা ভাইরাস পজেটিভ আসে। রোববার রাতেই করোনা ভাইরাস আক্রান্ত ওই ব্যক্তিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। আক্রান্ত ঐ ব্যক্তির আশ-পাশের কয়টি বাড়ির সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করা হয়েছে। মেডিকেল টিমের রিপোর্টের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে এবং আক্রান্ত ব্যক্তির পরিবারের অন্য সদস্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।