গাজীপুরের কাপাসিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সভাপতি প্রার্থী ইমরান হোসেন শিশিরের উদ্যোগে তৃতীয় দফায় পবিত্র মাহে রমজান উপলক্ষে অর্ধশত হতদরিদ্র দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ২৬ এপ্রিল রোববার সকাল থেকে বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং কাপাসিয়া বিএনপির অভিভাবক শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের পরামর্শে ছাত্রদলের পক্ষে উপজেলা ব্যাপী এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে দলীয় সূত্র জানায়।
উপজেলার সদর ইউনিয়নের আদালত পাড়া ও কড়িহাতা ইউনিয়নের ইকুরিয়া সহ বিভিন্ন স্থানে তৃতীয় বারের মতো ‘দিন আনে দিন খায়’ ও নি¤œআয়ের ৫০ জন পরিবারের মাঝে ছোলাবুট, মুড়ি, খেজুর বিতরণ করা হয়। ছাত্রদলের একটি স্বেচ্ছাসেবী টিম দিনব্যাপী বিভিন্ন স্থানে ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেন। দেশব্যাপী করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপজেলা ব্যাপী ছাত্রদলের এ খাদ্যসহায়তা সহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানান।