বর্তমান সমাজে যেকোন চিকিৎসকের কাছে যেতে হলে রোগীকে গুণতে হচ্ছে সর্বনিম্ন ৫০০ থেকে ১০০০ টাকা ফি ও প্রয়োজনের বাইরে বড় অংকের ল্যাব টেষ্ট। তাই অনেকেই টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। করোনাকালে অনেক ক্ষেত্রে টাকা দিয়েও মিলছেনা স্বাস্থ্যসেবা।
তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম কিশোরগঞ্জ শহরের পুরানথানায় নরসুন্দা রিভারভিউ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সার্ভিসের ডা.আব্দুল হাই। মাত্র ২০/ ৫০ ও ১০০ টাকায় শিশু ও ডায়াবেটিকস রোগীদের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, বিশেষ প্রয়োজনে মাসে গড়ে ৮ থেকে ১০ জনকে প্যাথলজিক্যাল টেষ্ট করতে দেন। সেজন্য তাকে সবাই বলে গরীবের ডাক্তার। প্রতিদিন (শুক্রবার ব্যাতিত) সকাল ৯টা থেকে ১টা পর্যন্ত ২০০ থেকে ২৫০ গরীব রোগীদের চিকিৎসা প্রদান করছেন গরীবের এই ডাক্তার।
শুক্রবারটা তার নিজ এলাকা সদরের বৌলাই ইউনিয়নে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। চেম্বারে ফি দেওয়ার সামর্থ্য যাদের নেই, চিকিৎসা না দিয়ে তাদেরকেও ফেরত দেন না তিনি। এমনকি বিভিন্ন ঔষধ কোম্পানির প্রাপ্ত ফ্রী স্যাম্পল ও প্রয়োজনে নিজের পকেটের টাকায় ঔষধ কিনে তাদের দিয়ে দেন।
তিনি শুরু থেকেই ফেরিওয়ালা,রিক্সা ও ভ্যান চালক,দিনমুজুর এবং মুক্তিযোদ্ধা পরিবারকে সম্পুর্ন ফ্রী চিকিৎসা দিয়ে আসছেন মৃত্যুর আগ পর্যন্তই ডা.আব্দুল হাই এ সেবা দিয়ে যেতে চান।
চিকিৎসা বিজ্ঞানের এম. ডি. এফ. সি. পি. জি. এস. শাখায় বাংলাদেশ, মস্কো ও রাশিয়া এর সিনিয়র অধ্যাপকের সঙ্গে কাজ করে আরো উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বিশেষ দক্ষতা ও বিস্তর জ্ঞান অর্জন করে সেই ১৯৯৩ ইং প্রথমে খরমপট্টির একটি বাসায় চেম্বার করে কিশোরগঞ্জের সাধারণ মানুষের চিকিৎসায় সিদ্ধহস্ত হন এই গরীবের ডাক্তার। তাইতো কিশোরগঞ্জের সব মানুষের নির্ভরতার প্রতীক চিকিৎসক ডা.আব্দুল হাই।
স্থানীয় বিভিন্ন স্বেচ্চাসেবী সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের বিনামূল্যে সেবা প্রদানের জন্য ডাকলে সেখানেও ছুটে যান গরীবের ডাক্তার ডা.আব্দুল হাই। প্রতি বছরই দিনব্যাপী শত শত রোগীর ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছেন ডা.আব্দুল হাই।
শিশু ও ডায়াবেটিকস রোগীছাড়া অন্যকোন রোগের চিকিৎসা করার ব্যাপারে জানতে চাইলে, সদা হাস্যজ্জল ডা. আব্দুল হাই হাসতে হাসতে জবাব দেন আমি দেখতে নাচাইলেও সববয়সের সবধরনের রোগীরা এসে সিরিয়াল লিষ্টে নাম লেখায় বাচ্ছার বয়স দিয়ে, রোগীকে তখন বলি বাচ্ছা কোথায়? তাদের স্বরল জবাব আমার বয়স উল্লেখ করলেতো আপনার সহকারী সিরিয়ালে আমাকে রাখবে না। আসলে তাদের বিশ্বাস কম পয়সায় আমার চিকিৎসায় তারা ভালো হয়ে যাবে। আর আমি কিভাবে যেন দরিদ্র মানুষগুলোর ভালবাসার সঙ্গে জড়িয়ে পড়েছি টেরই পাইনি। শিশুরোগী দেখেন পরম যতেœ, মায়া মমতায় ও খেলারছলে, খুঁটিয়ে খুঁটিয়ে দীর্ঘ সময় ধরে।
অনেকের মতে শহরের এত নামিদামি ডাক্তারের ভিড়ে দরিদ্র মানুষের চিকিৎসা সেবার শেষ আশ্রয়স্থল ডা.আব্দুল হাই। কিশোরগঞ্জে চিকিৎসাসেবায় ডা.আব্দুল হাই এক অনন্য দৃষ্টান্ত। মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি আমিনুল হক সাদী জানান, তিনি যখন চেয়ারম্যান ছিলেন সেই সময়েও ফ্রি চিকিৎসার ক্যাম্পে চলে যেতেন। বর্তমানে করোনা পরিস্থিতিতে উনার কাছে না গিয়েও মোবাইলে বা ফেসবুকের স্বাস্থ্য সেবা অব্যাহত রেখেছেন। এমন চিকিৎসক সমাজে বিরল।