জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় দুপক্ষের তুচ্ছ ঘটনায় গোলাম আজম (২০) নামে আহত এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর নতুন শাহপাড়া গ্রামের বকুল মন্ডলের ছেলে। মাদারীপুর সরকারি কলেজের অনার্সের গণিতের বিভাগের ছাত্র ছিল। গত ২৬ এপ্রিল (রবিবার) সকালে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রের মৃত্যু হয়েছে।
এলাকাবাসীরা জানায়, উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর নতুন শাহপাড়া গ্রামে হাজী হলফ উদ্দিন মন্ডল ছেলে বকুল মন্ডলের সাথে পাশ্ববর্তী মৃত আবুল খায়ের এর ছেলে দুলাল গংদের দীর্ঘ দিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
বিরোধের জের ধরে শনিবার বিকালে বকুল মন্ডল ও দুলালের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলাল চড়াও হয়। এক পর্যায়ে দুলাল ও তার ভাই ফুলু, আব্দুস সাত্তারসহ তাদের লোকজন এসে বকুল মন্ডল(৫০)কে মারধড় শুরু করে। এ সময় তার কলেজ পড়ু–য়া ছেলে গোলাম আজম (২০) ঘটনাস্থলে পৌঁছিলে তাকেও মারধর শুরু করে। তাদের ডাকচিৎকারে বকুল মন্ডলের স্ত্রী সেলিনা বেগম (৪৫) ছেলে মাসুদ (২৫), মা তারাবান বেগম (৭৫) তারা সেখানে গেলে তাদের উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। ২৬এপ্রিল রবিবার ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় কলেজ পড়–য়া শিক্ষার্থী গোলাম আজম মারা যায়।
এ বিষয়ে ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মারধরের ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) মো. সুমন মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বর্তমানে মামলার প্রস্তুতি চলছে ।