সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ অমান্য করে খোলা বাজারে ইচ্ছেমত ইফতার তৈরী ও বিক্রি চলছে। আজ রোববার বিকেল ৩টা থেকে অরূয়াইল কলেজ মাঠের বাজারে এ কাজটি করছেন সুলতান মিয়া (২৭) ও ঠান্ডু মিয়া (৩২) নামের দুই ব্যক্তি। সুলতান মিয়ার বাড়ি অরূয়াইলে আর ঠান্ডু মিয়ার বাড়ি পাকশিমুলে। তারা দু’জনই কলেজ মাঠের শহীদ মিনারের কাছে দাঁড়িয়ে দেদারছে তৈরী করছেন পিঁয়াজু, আলুর চপ, বেগুনি, বুট ভাজাসহ ইফতার সামগ্রি। বিকেল ৪টা থেকেই তাদের দোকান গুলোতে উপচে পড়া ভির। সামাজিক দূরত্বের ধারে কাছেও নেই ক্রেতারা। করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার চেয়ে যে করেই ইফতার বিক্রিই তাদের মূল লক্ষ। আর ক্রেতাদের লক্ষ হচ্ছে যে করেই হউক আগের মত ক্রয়কৃত বাহারি ইফতার খেতে হবে। করোনা ভীতি পরে। এ বিষয়ে বাজার কমিটিও একেবারেই নীরব। অনেক সচেতন ক্রেতা এই চিত্র দেখে হতবিহবল হয়ে পড়েছেন। তারা বলছেন এই যদি হয় বাজারের অবস্থা, ঘরে বসেও তো রক্ষা পাওয়া যাবে না। অরূয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. কামরূজ্জামান বলেন, এটা হতে পারে না। আমি বিশেষ কাজে থানায় এসেছি। বিষয়টি শুনেছি। পুলিশ পাঠিয়েছি। দ্রূতই ব্যবস্থা নিব।