পাবনার চাটমোহরে গাজীপুরের কোনাবাড়ি থেকে একটি পরিবারকে গ্রামে ঢুকতে দেওয়া হয়নি। গ্রামবাসী তাদেরকে নদী পার হতে না দিয়ে সমস্ত মালামালসহ গুমানী নদীর তীরে বসিয়ে রাখেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারসহ গ্রাম প্রধানরা চরনবীন-লাঙ্গলমোরা দাখিল মাদ্রাসায় কোয়ারেন্টাইনে রেখেছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের চরনবীন গ্রামে। ওই গ্রামের আঃ রশিদের ছেলে শামসুল ইসলাম (৪৫) ও তার স্ত্রী নজেদা খাতুন (৪০) গাজীপুরের কোনাবাড়িতে একটি সোয়েটার কারখানায় কাজ করতেন। সাথে তাদের ছেলে নাছির উদ্দিন ও ছেলের বই মমতা খাতুর ও নাতী-নাতনী রয়েছে। শনিবার সন্ধ্যার পর একটি ট্রাক ভাড়া করে পরিবারের ৬ জন সদস্য ও মালামাল নিয়ে গাজীপুর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রোববার ভোরে ছাইকোলা পৌঁছালে বিষয়টি জানাজানি হয়। এ সময় চরনবীন গ্রামবাসী ছাইকোলা-চরনবীন নদীর ঘাট পার হতে বাধা দেয় শামসুল ও তার পরিবারের সদস্যদের। দুপুর অবধি সংসারের প্রয়োজনীয় মালামালসহ গুমানী নদীর তীরে তারা অবস্থান করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের নির্দেশে হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান জাকির হোসেন স্থানীয় ওয়ার্ড মেম্বার ও চৌকিদারের মাধ্যমে শামসুল ও তার পরিবারের সকল সদস্যকে চরনবীন-লাঙ্গলমোরা ওয়ারেছিয়া দাখিল মাদ্রাসায় কোয়ারেন্টাইনে পাঠান। আগামীকাল সোমবার তাদের করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে বলে জানা গেছে।
চাটমোহর উপজেলায় লকডাউনের মধ্যে সরকারি নির্দেশ অমান্য করে ঢাকা,গাজীপুর,নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে ২ শতাধিক মানুষ এলাকায় ফিরেছেন। ইতোমধ্যে এ উপজেলায় ২ ব্যক্তির শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।