চাটমোহর উপজেলা চেয়ারম্যান ও পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আঃ হামিদ মাস্টার রোববার চাটমোহরে স্বর্ণ শিল্পের সাথে জড়িত জুয়েলারী শ্রমিক ও সেলুন কর্মচারীদের দাঁড়ান। তাঁর নিজ উদ্যোগে ১১০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আ. হামিদ মাস্টার,ইউএনও সরকার মোহাম্মদ রায়হান,সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম,শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম,ইউপি চেয়ারম্যন সরদার আজিজুল হক,ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান খোকন.দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন। ইতোমধ্যে উপজেলা চেয়ারম্যান নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেছেন।