পাবনার চাটমোহরে লকডাউনের মধ্যে সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা পরিচালনার অভিযোগে ৬ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। রোববার দুপুরে পৌর শহরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ইকতেখারুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনাভাইরাস সংক্রমণ রোধে উপজেলাকে লকডাউনের ঘোষণা দেয় প্রশাসন। এরপরেও দোকানপাট খোলা রেখে বেচাকেনা করার খবর পেয়ে পৌর শহরের স্টার মোড়ে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়। পরে এর সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মা ইলেকট্রনিক্সের দোকানে ৫শ’ টাকা, শরিফ লাইব্রেরীকে ৫শ’ টাকা,সামিউল ভ্যারাইটি স্টোরে ১ হাজার টাকা,নকশীকে ১ হাজার টাকা,স্বপন ইলেকট্রনিক্সকে ২শ’ টাকা ও রঞ্জু স্টোরকে ২ শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।