করোনা ভাইরাস সংক্রমন ও বিভিন্ন এলাকা লগডাউন করায় যানবাহন চলাচল ও যোগাযোগ ব্যবস্থাসীমিত করা হয়েছে। এতে কৃষিজ পন্য সবজি বাজারজাত করতে পারছেন না কৃষকরা। বাজাওে ক্রেতা কম থাকায় ন্যায্যমূল্য বঞ্চিত উৎপাদনকারীরা। এসব দিক বিবেচনা করে চাষীরা যাতে সবজির ন্যায্য মূল্য পায় এবং উৎপাদিত সবজি বাজারজাত করতে পারে সেজন্য খুলনা জেলা প্রশাসক এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন। তিনি অসহায় ও কর্মহীন পরিবারে খাদ্য সহায়তার উপকরন, চাল, ডাল, আলু, তেল, পেয়াঁজের পাশাপাশি সবজি দেয়ার উদ্যোগ গ্রহন করেছেন। পুরো রমজান মাস জুড়ে খাদ্য সহায়তার সাথে সবজি প্রদান অব্যাহত থাকবে।
খুলনা জেলার সবজির ভান্ডার খ্যাত ডুমুরিয়া উপজেলা থেকে বাজারের মূল্য থেকে বেশি মূল্য দিয়ে সবজি ক্রয় করছে জেলা প্রশাসন। এতে কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন। ঝামেলামুক্ত ভাবে ও ন্যায্য মূল্যে সবজি বিক্রি করতে পেরে চাষীরাও খুশি। সবজি বিক্রেতারা জানান, আমরা উৎপাদিত সবজির তেমন মূল্য পাচ্ছিলাম না। বাজাওে ক্রেতার সংখ্যা কম। বিষয়টি উপজেলা র্কষি অফিসারকে জানাই। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে কিছু একটা করবেন। সে অনুযায়ী তিনি আমাদেরকে ন্যায্য মূল্যে সবজি বিক্রির ব্যবস্থা করে দিয়েছেন।
কৃষকের উৎপাদিত কৃষিজ পন্য ন্যায্য মূল্য দিয়ে ক্রয় করায় আওয়ামী লীগ ডুমুরিয়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার বলেন, ডুমুরিয়া উপজেলাটি কৃষি ও মৎস্য ভান্ডাওে পরিপর্ন। এখানকার উৎপাদিত সবজি রাজধানী ঢাকা ও চট্রগামসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়। কিন্তু বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমন হওয়ায় যানবাহন চলাচল সীমিত করা হযেছৈ। এজন্য চাষীরা উৎপাদিত সবজির ন্যায্য মূল্য পাচ্ছিলেন না। পরে উপজেলা কৃষি কর্মকর্তা জেলা প্রশাসকের সাথে কথা বলে খাদ্য সহায়তায় সবজি যুক্ত করেছেন।
ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মো: মোসাদ্দেক হোসেন বলেন খুলনা জেলার মধ্যে সবচেয়ে বেশি সবজি উৎপাদন হয় ডুমুরিয়া উপজেলায়। তিন হাজার ২০০ হেক্টও ( ১ হেক্টর= ২.৪৭ একর) জমিতে প্রায় ৬৪ হাজার টন সবজি উৎপাদন হয়। যার মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা। এখানকার উৎপাদিত সবজি রাজধানী ঢাকা, চট্রগ্রাসহ দেশের বিভিন্ন জেলায় ট্রাকযোগে নিয়ে যাওয়া হয়। কিন্তু করোনা ভাইরাসের কারণে যানবাহন সঙ্কট রয়েছে। তাই জেলা প্রশাসক স্যারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করি। কিভাবে র্কষককে বাচানো যায়। সে অনুযায়ী জেলা প্রশাসক স্যার খাদ্য সহায়তায় পন্য তালিকার সাথে সবজি যুক্ত করায় একদিকে চাষীরা যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন অন্যদিকে কর্মহীন মানুষেরা সবজির ঘাটতি পুরণ করতে পারছে।
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন বলেন বর্তমানে বাজারে ক্রেতা কম থাকায় কৃষকরা উৎপাদিত সবজির ন্যায্য মূল্য বঞ্চিত হচ্ছে। তাই তাদেও কথা বিবেচনা করে সরকারের দেয়া খাদ্য সহায়তার সাথে সবজি যুক্ত করা হয়েছে। পুরো রমজান মাস জুড়ে এ কার্যক্রম অবাহত থাকবে বলে জানালেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।