করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়ে মুটোফোনে তথ্য জানতে চাওয়ায় ক্ষুব্ধ হলেন শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। স্পষ্ট অসন্তষ্টি প্রকাশ করে “অফিসে আসেন” জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন উপজেলার শীর্ষ স্বাস্থ্য আধিকারিক ডাঃ অজয় কুমার সাহা। ঘটনাটি রোববার সকাল দশটার দিকের। করোনা প্রতিরোধ কমিটির গুরুত্বপুর্ন সদস্যের এমন ব্যবহারে ব্যাথিত হয়েছে সংবাদকর্মীরা।
জানা গেছে গত ২৫ এপ্রিল রাতে রতনপুর ধলবাড়িয়া এলাকার ঢাকা ফেরত এক যুবক করোনা উপস্বর্গ নিয়ে চিকিৎসার জন্য শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। কিন্তু সেখানে তার চিকিৎসা সম্ভব নয় জানিয়ে জরুরী বিভাগ থেকে কয়েক মিনিটের মধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। এক পর্যায়ে ভোর চাড়ে চারটার দিকে সাতক্ষীরা হাসপাতালে তার মুত্য হয়।
সুত্র মতে শ্যামনগর হাসপাতালে চিকিৎসা নিতে যেয়ে ঐ যুবকের পরিবার উপস্বর্গ নিয়ে চিকিৎসকদের কাছ তথ্য গোপন করায় রাতে তার সংস্পর্শে আসা চিকিৎসকসহ স্বাস্থ্য কর্মীদের পৃথক করে ফেলা হয়। বিষয়টি নিয়ে নুতন কোন তথ্য রয়েছে কিনা এবং শনিবার সকাল থেকে আলাদা থাকা এসব চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের স্বাস্থ্যগত বিষয়ে তথ্য জানার চেষ্টায় মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষুব্ধ হন।
কয়েক সাংবাদকর্মী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শীর্ষ কর্মকর্তার এমন ব্যবহার “প্রত্যাশিত নয়” উল্লেখ করে বলেন করোনার কারনে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সবাইকে নিরাপদে থেকে কাজ করতে পরার্মশ দেয়া হচ্ছে। এমতাবস্থায় ডাঃ অজয় সাহার পক্ষ থেকে সংবাদকর্মীকে হাসপাতালে যেয়ে তথ্য নেয়ার নির্দেশনা দেয়ার বিষয়টি খুবই দ;ুঃখজনক। এবিষয়ে জেলা প্রশাসকসহ সাতক্ষীরা জেলা সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষন করেছে সংবাদিকরা।