পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী হিসেবে মাসব্যাপী রান্না করা খাবার প্যাকেট করে বিতরণ করা হবে। পৌরশহরের বাসিন্দা তরুন সমাজসেবক ব্যবসায়ী সাইফুল ইসলাম শাকিল তালুকদার ব্যাক্তিগত ভাবে এই উদ্যোগ গ্রহন করেছেন। শনিবার রোজার প্রথমদিন দুই শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। পাটহাটী মোড়ে মাসব্যাপী ইফতার মাহফিল কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। অন্যান্যের মধ্যে বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ¦ মানিক সওদাগর,ব্যবসায়ী তানজির আহম্মেদ সুজন,তৌহিদুজ্জামান তৌহিদ,শেখ রহমত আলী প্রমূখ উপস্থিত ছিলেন।
সাইফুল ইসলাম শাকিল তালুকদার জানান,করোনা ভাইরাসের কারনে সবচেয়ে বেশি সঙ্কটে পড়েছে খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষ। তাই পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী এই উদ্যোগ গ্রহন করেছি। আজ দুই শতাধিক সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে খাবার বিতরণের মধ্যদিয়ে আন্ষ্ঠুানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আগামী কাল থেকে পর্যায়ক্রমে পৌর শহরের প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছেঁ দেয়া হবে।