কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপি ও যুবদল গতকাল শনিবার মৌকারা ইউনিয়নে প্রায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। নাঙ্গলকোট উপজেলা বিএনপি আহবায়ক নজির আহম্মেদ ভূঁইয়া এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যবসায়ী মো: জসিম উদ্দিনের অর্থায়নে এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাউল, ডাল, আলু, পেয়াজ। এছাড়া, উপজেলা বিএনপির আহবায়ক নজির আহম্মেদ ভূঁইয়ার ব্যক্তিগত অর্থায়নে উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২০ টন চাউল বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন মৌকারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো: শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুন নবী, যুবদল নেতা ফয়েজ আহম্মেদ, সোহাগ, তোফায়েল, বাবুল প্রমুখ।