কিশোরগঞ্জের কুলিয়ারচরের বিশিষ্ট পোল্ট্রি ব্যবসায়ী আঃ ছাত্তার হাদিস ভুঁইয়া করোনা সংকটকালীন দরিদ্রদের মাঝে শনিবার (২৫ এপ্রিল) চাউল, ডাল, তৈল, পেঁয়াজ, আলু সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। গতকাল সকালে গোবরিয়া-আব্দুল্লাপুর ইউনিয়নের পূর্ব আব্দুল্লাপুর গ্রামের তার নিজ বাড়ীতে ওই সামগ্রী বিতরণ করা হয়। এ সময় তিনি পূর্ব আব্দুল্লাপুর ও আশপাশের গ্রামের ৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।