বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশের ন্যয় সাতক্ষীরার কালিগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে কর্মহীন গরীব, দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। কালিগঞ্জ উপজেলা বিএনপি’র উদ্যোগে উপজেলা সভাপতির ব্যক্তিগত বাসভবনে (২৫ এপ্রিল) শনিবার সকাল ৭ টা হতে কালিগঞ্জের ১২টি ইউনিয়নে প্রায় ১ হাজার ২শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী প্রতিনিধিদের মাধ্যমে পাঠিয়ে দেয়া হয়। সকালে খাদ্যসামগ্রী বিতরণের উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি ও সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. শেখ আবদুস সাত্তার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার যুগ্ম-সম্পাদক অ্যাড. মাসুদুল আলম দোহা, কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শেখ লূৎফর রহমান, আবু বক্কর সিদ্দীক, সিরাজুল ইসলাম বাবলু, আবদুস সামাদ, যুগ্ম-সম্পাদক আক্তারুজ্জামান বাপ্পি, আরশাদ আলী, বিএনপি নেতা খায়রুল আলম, রবিউল ইসলাম, এসএম বাবু, মোনাজাত আলী সানা, জাহাঙ্গীর আলম, রেদওয়ান ফেরদৌস রনি, গাজী জাহাঙ্গীর, যুবদল নেতা মারুফবিল্লাহ, আবদুল করিম, ছাত্রদল নেতা তারিফুর, হাফিজুর, শাকিল, জাকির (১), জাকির (২), ইমরান, কৃষকদল নেতা সোহেল, সেচ্ছাসেবক দল নেতা আবদুস সেলিম প্রমুখ।
বিএনপি’র উপজেলা সভাপতি অ্যাড. আবদুস সাত্তার জানান, জাতীর এই ক্রান্তিলগ্নে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ১২টি ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দের সহায়তায় এই খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।