ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় আবদুল খালেক (৬৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। শনিবার সকালে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের খামখেয়ালী বাজার সংলগ্ন মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ছেলে লিটন মোল্লা (৩৫) কে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছে, কয়েকদিন যাবৎ বাবাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল ছেলে। ভয়ে ভয়ে বাবা ছেলের চোখের আড়ালেই থাকতেন। শনিবার সকাল ৮টা ৩০মিঃ এর সময় ঘরে ঢুকে বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে।
ফুলবাড়ীয়া থানার ওসি (তদন্ত ) জহিরুল ইসলাম মুন্না জানান, অভিযুক্ত ছেলে লিটন মোল্লা কে আটক করা হয়েছে। ছেলে মানসিক ভারসাম্যহীন। বৃদ্ধ ব্যক্তি কী কারণে খুন হয়েছেন তদন্ত করলে বিস্তারিত বলা যাবে।