যমুনার দূর্গম চরে একটি হত্যাকান্ডের জেরধরে অর্ধ শতাধিক নিরীহ কৃষকের বাড়িতে হামলা চালিয়ে ধান,চাল শুকনো মরিচসহ অল্পসংখ্যক ৩শত গরু, ছাগল মূল্যবান সম্পদ লুটপাটের ঘটনা ঘটেছে। গত ২৩এপ্রিল বৃহস্পতিবার হামলার স্বীকার প্রায় শতাধিক পরিবার গ্রাম ছাড়া হয়ে কোনমতে প্রাণ নিয়ে পালিয়ে আশ্রয় নিয়েছে পাশ্ববর্তী উপজেলা মাদারগঞ্জের বিভিণœ চরাঞ্চলে। ঘটনাটি ঘটেছে,বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার কুর্ণিবাড়ি ইউনিয়নের শনপচা (ডাকাতমারা চর) হিসাবে পরিচিত যমুনার দূর্গম চরাঞ্চলে।
জানাযায়,এই দূর্গম দ্বীপ চরটি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার সীমান্তবর্তি চরে অসংখ্য মানুষ অল্পসংখ্যক ৩যুগ ধরে তারা নদীভাঙ্গনের শিকার হয়ে বসবাস করে আসছিল। হামলার শিকার শনপচা গ্রামের কৃষক ও ড্রেজার ব্যবসায়ী আহসান আলী,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খায়রুল মন্ডল, ও আঃ সাত্তার ব্যাপারী তারা জানায়,গত ২১এপ্রিল মঙ্গলবার গ্রামে একটি সালিশী বৈঠককে প্রধান স্থান করে প্রথমে বাকবিতন্ডা পরে উভয় পক্ষে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে একজন নিহত হয়। নিহতের ঘটনায় ইউপির চেয়ারম্যান আজহার মন্ডলের লোকজনকে অকারণে দায়ী করে আসছিল চরের আশরাফুল, এনামূল হক।
তারা আরও জানায়,গত ২৩এপ্রিল বৃহস্পতিবার চরের আশরাফুল ও এনামূল তারা পার্শ্ববর্তী নান্দিনা চরের লাঠিয়াল বাহিনীর প্রধান খোকা ফকিরের নেতৃত্বে কয়েকশ লোক দেশীয় অস্ত্র নিয়ে শনাপঁচা চরের নিরুপায় লোকজনের উপর অর্তকিতে হামলা চালায়। নিরুপায় লোকজন প্রাণের ভয়ে পালিয়ে গেলে হামলাকারীরা তাদের প্রায় শতাধিক বাড়ির ছাগল,গরু,ধান চাল, শুকনো মরিচ,লুট করে নিয়ে যায়।
স্বরেজমিনে গিয়ে দেখা গেছে, কৃষকদের বাড়িঘর শূণ্য অবস্থায় পড়ে রয়েছে, প্রতিটি বাড়িতে হামালার চিহ্ন দেখা যায়। ঘরের সমস্ত আসবাবপত্রসহ গৃহ¯’লির সব কিছু লুট করে নিয়ে যাওয়ার দৃশ্য চোখে পড়ছে। আরো দেখাগেছে প্রচুর নিরীহ লোকজন প্রাণভয়ে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন চরাঞ্চলে আশ্রয় নিয়েছে।
এ ব্যাপারে নান্দিনা চরের অভিযুক্ত আশরাফুল ও খোকা ফকিরের সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা সাধন হলে তাকে পাওয়া যায় নি।
এ ব্যাপারে বগুড়ার সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল আমীন এর পাশে জানতে চাইলে তিনি জানান, ঘটনাটি তদন্ত সাধন হ”েছ। এ পর্যন্ত ৩০ টি গরু উদ্ধার করে বিভিন্ন জনের জিম্মায় দেয়া হয়েছে।