কেউ প্রতিবন্ধী,কেউ কর্মহীন,আবার কেউ বা দুস্থ। করোনাভাইরাসের প্রভাবে সবাই যখন মানবেতর জীবনযাপন করছিলেন,এমন সময় অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন পুলিশ সদস্যরা। পাবনার চাটমোহরে পুলিশ সদস্যদের রেশন ও বেতনের টাকায় কেনা খাদ্য সামগ্রীর প্যাকেটে একশ’ অসহায় পরিবারের মধ্যে কিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত পৌরসভাসহ উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে একশ’ পরিবারকে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন,থানার ওসি সেখ নাসীর উদ্দিন,ইন্সপেক্টর (তদন্ত) হাননান্ মাহমুদসহ পুলিশ সদস্যরা। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি সয়াবিন তেলসহ নানা সামগ্রী। এএসপি সজীব শাহরীন যুগান্তরকে বলেন, মানুষের ঘরে খাবার না থাকলে কেমন হয় বিষয়টি উপলব্ধি করেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে,উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের অসহায় কর্মহীন মানুষের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিল প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট ( পিসিডি)। পিসিডি হান্ডিয়াল শাখার ম্যানেজার মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে শুক্রবার ( ২৪ এপ্রিল) সকালে কর্মহীন অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। ১১০টি পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন, হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ মফিজুল হক, পিসিডির এরিয়া ম্যানেজার মোঃ হাসেম আলী,আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন সভাপতি মোঃ আবদুল মাজেদ প্রমূখ।