করোনা ভাইরাসের কারণে রাজশাহীর বাঘায় দুশ্চিন্তায় পড়েছে আম চাষিরা। তারপর গত মৌসুমের তুলনায় এবার আমের ফলন কম হয়েছে। সামনে রয়েছে কালবৈশাখী ঝড়।
জানা যায়, প্রায় এক দেড় মাসের মধ্যে আম পাকা শুরু হবে। মহামারি করোনা ভাইরাসের কারণে আম নিয়ে চরম হতাশা ও উৎকন্ঠায় রয়েছে চাষিরা। ইতিমধ্যেই করোনা ভাইরাসের কারণে অর্থনীতি ও ব্যবসয়া ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। এ ছাড়া সরকার ঘোষিত ছুটিতে স্থবির সারাদেশ। ফলে থমকে আছে সব কিছুই। করোনায় লকডাউনে কেউ ঘরের বাইরে যেতে পারছে না। ফলে বিপর্যয়ের মুখে পড়েছে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।
এ বিষয়ে উপজেলার আমোদপুর গ্রামের আম চাষি আকবর আলী বলেন, করোনা ভাইরাস শুরু হওয়ার আগে আমার ৬ বিঘা জমির উপর আমের বাগানের দাম বলেছিল এক লাখ ৮০ হাজার টাকা। বর্তমানে এই বাগান এক লাখ টাকাতে নিতে চাচ্ছে না। ফলে এ মৌসুমে আম নিয়ে কি হবে ভেবে পাচ্ছিনা। আম নিয়ে দুশ্চিন্তায় আছি।
বাঘা উপজেলা কৃষি অফিসের তথ্যে জানা গেছে, উপজেলায় ৮ হাজার ৩৬৮ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এ বছর বাগানে আম কম থকায় উৎপাদন ধরা হয়েছে হেক্টর প্রতি ৬ থেকে ৭ মেট্রিক টন। এই উপজেলায় খাদ্য শস্যের পাশাপাশি অর্থকরী ফসল হিসেবে আম প্রধান। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে উপজেরার আমের সুখ্যাতি সবচেয়ে বেশি।
আড়ানীর আম চাষি বাদশা আহম্মেদ জানান, বিগত দুই বছর কিছু অসাধু ব্যাবসায়ীর কারণে সরকারিভাবে সময় বেঁধে আম পাড়া শুরু এবং বাজার মুল্য ভাল না পাওয়ায় আমের সাথে সম্পৃক্তরা আর্থিক ক্ষতিগ্রস্থ হয়েছে। চলতি মৌসুমে আমের উৎপাদন তুলনামূলক কম হয়েছে। ফলে বাজার মূল্য ভাল হওয়ার কথা। কিন্তু করোনা ভাইরাসের কারেন সে আসা ভেস্তে যেতে বসেছে।
উপজেলার মনিগ্রামের আম চাষি জিল্লুর রহমান জানান, প্রায় শতাধিক বিঘা আম বাগান লিজ নিয়ে চাষ করেছি। গাছে যথেষ্ট আম আছে। মহামারি করোনা ভাইরাস নিয়ে দুশ্চিন্তায় আছি। আম পাড়া শুরু হওয়ার আগে এই মহামারি স্বাভাবিক না হলে অনেক ব্যবসায়ী ও চাাষিদের পথে নামতে হবে। এদিকে সামনে যে কোন সময়ে কালবৈশাখী ঝড়ের একটি ভয় আছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, এক বছর গাছে ভাল আম হলে অন্য বছর কম হয়। পরপর দুই বছর প্রচুর পরিমান আম উৎপাদন হয়েছে। সেই তুলনায় এ বছর গাছে আম কম রয়েছে। মহামারি করোনা ভাইরাস কেটে গেলে আশা করছি চাষিরা ভাল দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সবাই।