মাগুরা সদরের কুচিয়ামোড়া ইউনিয়নের বড়শলই গ্রামের হাসিয়া পারভিন নামে এক নারী ছয় গ্রামের ৬’শ হত দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী দিয়েছেন।
শনিবার সকালে নিজ গ্রাম বড়শলই থেকে এ কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সৈয়দ আলী, পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান। পরে বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হয়। বিতরণকৃত অন্য গ্রামগুলো হচ্ছে শ্রীকান্তপুর, চাপড়া, বাটিকাবাটি, আশবা, নতুন ধর্মসেবা।
প্রতি পরিবারের জন্য খাদ্যসামগ্রী মধ্যে রয়েছে ৮ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১টি সাবান। এ কাজে হাসিয়া পারভিনকে সহায়তা করেন তার প্রবাসী স্বামী আবুল কাশেম মোল্যা।