করোনা ভাইরাসের কারণে একস্থানে থেকে যাওয়ার বিধি নিষেধ থাকার কারণে আড়িয়াল বিলের ধান কাটা নিয়ে দুঃচিন্তায় ছিলো কৃষক। কি ভাবে কাটবে তারা এ বিলের ধান। পরে প্রধান মন্ত্রী নির্দেশে আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারন সম্পাদক একেএম আফজালুর রহমানের নেতৃত্বে বেশ কয়েকজন নেতা কর্মী নিয়ে ধান কেটে দিলেন আড়িয়ল বিলের কৃষকদের। ধান কাটা শেষে স্বেচ্ছাসেবক লীগ নেতাদের নিজস্ব অর্থায়নে গরিব অসহায়দের মাঝে ত্রাণ বিতরন করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মামুদ বাবু,সাধারন সম্পাদক মোঃ তাজুল ইসলাম পিন্টু,শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক সিকদার নিসাদ,যুগ্ন সাধারন সম্পাদক সালাউদ্দিন অনু।