‘প্রতিবেশীর পাশে প্রতিবেশী’-এ প্রতিপাদ্য নিয়ে করোনাভাইরাসের সংক্রমণ ও বিপর্যয় প্রতিরোধে কর্মহীন,ঘরে থাকা অসহায় দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে চাটমোহর অরবিট্ল লিংক স্কুল এ- কলেজ ও আলেয়া ফাউন্ডেশন। রংধনু যুব সংঘের পরিচালনায় পবিত্র রমজান মাসব্যাপী প্রয়োজনীয় সবজি বিতরণ করা হচ্ছে। রমজান মাসের প্রতি শনিবার ও মঙ্গলবার এই একশ’ পরিবার তেল,লবন,পেঁয়াজ,রসুন,ডাল,ডিম,আলু,বেগুন,ঢেঁড়শসহ কাঁচা তরিতরকারি পাবে। শনিবার সকালে অরবিট্ল লিংক স্কুল চত্বরে মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান। এ সময় সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন,এই কর্মসূচীর মূল উদ্যোক্তা অরবিট্ল লিংক শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যক্ষ এম এ মতিন,আলেয়া ফাউন্ডেশনের সভাপতি মোঃ জিয়াউর রহমান,অধ্যক্ষ আলী হায়দার সরদার,প্রধান শিক্ষক আঃ গফুর,যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,প্রভাষক জমিন উদ্দিন,সাংবাদিক হেলালুর রহমান জুয়েল,মোঃ আঃ সালামসহ অন্যরা উপস্থিত ছিলেন। মূল উদ্যোক্তা অধ্যক্ষ এম এ মতিন জানান,সপ্তাহের প্রতি শনিবার ও মঙ্গলবার প্রতিটি বাড়িতে সবজি পৌঁছে দেওয়া হবে। এজন্য সবাইতে নিজের স্বার্থেই ঘরে থাকতে হবে। মূলতঃ বাজার ও জনসমাগম এড়িয়ে বাড়িতে থাকার জন্য চাটমোহর পৌরসভার ২ ৩ ও ৪ নং ওয়ার্ডের একশ’ পরিবারকে এই সহায়তা দেওয়া হচ্ছে।
ইতোপূর্বে অরবিট্ল লিংক শিক্ষা পরিবার চাটমোহরের চিকিৎসক,সাংবাদিক,ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে ৫শ’টি পিপিই প্রদান করেছে। এ ছাড়া দরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।