কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৩ নং খলিসাকুন্ডি ইউনিয়নে ইস্যু হওয়ার ১৩ মাস পরে ভিজিডি কার্ড হাতে পেয়েছেন মদিনা খাতুন (৪৭) নামে এক নারী। তিনি খলিসাকুন্ডি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাউসার খন্দকারের স্ত্রী। মদিনা খাতুনের নামে এতদিনে ভিজিডি কার্ডের উত্তোলন হওয়া ১২ বস্তা চাল কারা উঠিয়েছে এ নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযোগের তীর এখন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দিকে।
ঘটনার অনুসন্ধানে জানাযায়, ২০১৯ সালে ১১ মার্চ মদিনা খাতুনের নামে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রনালয় কর্তৃক মাসে ৩০ কেজি খাদ্যশস্যের ভিজিডির কার্ড ইস্যু করা হয়। যার কার্ড নম্বর ৭১। কিন্তু কিছুই জানতেন না মদিনা খাতুন। তার না জানা শর্তেও ১২ মাসে ৩০ কেজি করে ১২ বস্তা চাউল উত্তোলন করে নেয়ার অভিযোগ করেছে ভূক্তভোগী ওই অসহায় নারী।
ভুক্তভোগী মদিনা খাতুন জানান, ২০১৯ সালের প্রথমের দিকে মহিলা মেম্বর তাকে চালের কার্ড করে দেওয়ার কথা বলে নিজের ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যান। কিছুদিন পরে আমার নামে ভিজিডি কার্ড হয়েছে কিনা ইউনিয়ন চেয়ারম্যানের কাছে খোঁজ নিতে গেলে সে আমাকে জানায় আমার নামে কোন কার্ড হয়নি। পরে এলাকায় যাদের নামে কার্ড হয়েছে তারা চাল উত্তোলন করতে গিয়ে তার নামে (মদিনা খাতুন) একটি কার্ডে চাল উত্তোলন হতে দেখেন। ঘটনাটি শোনার পরে আমি আবার ইউনিয়ন পরিষদ সচিবের কাছে খোঁজ নিলে জানানো হয় আমার কার্ডই ইস্যু হয়নি। কিন্তু এখন করোনা ভাইরাসের কারণে দেশের বিভিন্ন জায়গায় চাল চুরির দায়ে চেয়ারম্যান মেম্বাররা আটক হতে শুরু করায় হঠাৎ ১২ মাসের ১২ বার যে কার্ডে চাল উত্তোলন করা হয়েছে সেই কার্ডটি ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মনিরুল ইসলাম আমার কাছে দিয়ে যায়। কার্ডটি দেওয়ার সময় ওই মেম্বার উল্টো প্রশ্ন করে বলেন, কার্ডটি ইউনিয়ন পরিষদে পড়ে ছিল এতদিন খোঁজ নেননি কেন।
ভুক্তভোগী মদিনা খাতুন আরোও জানান, আমি নিজের নাম স্বাক্ষর করতে জানি। কিন্তু এই কার্ডে ১২ বার চাল উঠানো হয়েছে টিপসহি দিয়ে। তিনি দুঃখ্য করে বলেন আমি একজন অসহায় মহিলা আমার চাল কোথায় গেলে? তার সঠিক বিচার চাই।
এ বিষয়ে ইউপি মেম্বার মনিরুল ইসলামে কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি তাৎক্ষনিক কথা বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, চেয়ারম্যানের নিষেধ আছে এখন কথা বলা যাবেনা। পরে খলিসাকুন্ডি ইউনিয়ন চেয়ারম্যান সিরাজুল ইসলামের কাছে বিষয় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা ছিল না, দেখছি কী করা যায় বলে ফোন কেটে দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার বলেন, বিষয়টি শুনেছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।