সরাইলে নিখোঁজের ২ দিন পর নৌ শ্রমিক ইয়াছিন মিয়ার (১৯) লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। গত শুক্রবার সরাইল থানায় দায়ের করা ওই মামলায় আসামি করা হয়েছে নৌকার মালিক মুখলেছ মিয়া (৫০), মাঝি সেলিম মিয়া (৪২) ও আরেক ষ্টাফ আয়েত উল্লাহকে (২২)। মুখলেছ ও সেলিমের বাড়ি রাণিদিয়া গ্রামে। আর আয়েত উল্লাহর বাড়ি নাসিরনগর উপজেলার গুজিয়াখাইল গ্রামে। মামলা ও নিহতের পারিবারিক সূত্র জানায়, রাণিদিয়া গ্রামের মুখলেছ মিয়ার ষ্টীলের তৈরী মাটি কাঁটার নৌকায় কাজ করত ইয়াছিন। নিয়মিত রাতে নৌকায়ই থাকত সে। গত ২২ এপ্রিল বুধবার সকাল ১০টায় বাড়ি থেকে বের হয়ে নৌকায় আসে ইয়াছিন। সারা দিন শেষে রাত ১০টায় নৌকার মালিক মুখলেছ মিয়া তার মুঠোফোন থেকে নিহতের ফুফু রেজিয়া বেগমের মুঠোফোনে (০১৭০৩-৩১৯৯৬৮) ফোন দিয়ে ইয়াছিন নিখোঁজের বিষয়টি জানান। ওই রাতে বিভিন্ন জায়গায় খোঁজে ইয়াছিনের কোন সন্ধান পায়নি পরিবার ও স্বজনরা। গত শুক্রবার সকালে অরূয়াইল পাকশিমুলের মাঝে তিতাস নদের ব্রীজের নীচে একটি মৃতদেহ ভাসতে দেখে লোকজন। অরূয়াইল ফাঁড়ির পুলিশ পানি থেকে লাশটি উদ্ধার করেন। পরে ইয়াছিনের মা সহ স্বজনরা লাশ সনাক্ত করেন। পরিবারের অভিযোগ থাকায় ময়না তদন্তের জন্য লাশটি থানায় পাঠানো হয়। শুক্রবারেই ইয়াছিনের পিতা সুরূজ আলী বাদী হয়ে নৌকার মালিক মূখলেছ, মাঝি সেলিম ও আরেক ষ্টাফ আয়েত উল্লাহ সহ ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরূদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় বলা হয় টাকা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে ইয়াছিনকে উল্লিখিত আসামিরা হত্যা করে পানিতে ফেলে দিয়েছে। এ ঘটনায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. কামরূজ্জামান বলেন, আসামি গ্রেপ্তারের চেষ্টা ও মামলার তদন্ত কাজ চলছে।