করোনার প্রভাবে মোকাবেলায় জামালপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিন্ম আয়ের মানুষের মাঝে রাতের আঁধারে ত্রান সামগ্রী পৌঁছে দিচ্ছেন। করোনার রোধে লকডাউনের কারণে নিন্ম আয়সহ নিন্ম মধ্যবিত্তের কর্মহীন মানুষের দু’বেলা দু’মুঠো খাবার যোগানো বর্তমানে খুবই কষ্টের। সেখানে রমজানের সেহরি ও ইফতারের আয়োজন নিয়ে নতুনকরে শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় জামালপুরের জেলা প্রশাসনের পক্ষ থেকে রাতের আঁধারে এসব অসহায় মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী।
গত কাল রমজানের চাঁদ দেখার পর রাতেই জেলা প্রশাসনের পক্ষ থেকে শহরের সরদারপাড়া, কাচারীপাড়া, হাটচন্দ্রা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয় খাদ্য সামগ্রী। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ খান ও এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এসব খাদ্য সহায়তা পৌঁছে দেন। গত শুক্রবার গভীর রাত পর্যন্ত ৭৯ টি পরিবারের মাঝে এসব ত্রাণ পৌঁছে দেওয়া হয়। করোনায় কর্মহীন মানুষের জন্য এসব সহায়তা চলবে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জানান, লকডাউন চলাবস্থায় করোনা মোকাবেলায় এই সাহার্য্য সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন,জামালপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ৭ উপজেলায় ১ লাখ ৬১ হাজার ৪০০ পরিবারের মাঝে ১ হাজার ৬১৪ মেট্রিক টন চাল, নগদ ৫৫ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা ও ১২ লাখ টাকার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।