মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৭০ বছরের এক বৃদ্ধা করোনা জয় করেছেন। করোনা জয় করা এই নারী সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের আবিরপাড়া গ্রাামের গীতা রানী পাল। তার এক পুত্র ও পুত্র বধুও করোনায় আক্রান্ত হয়েছেন। তারাও এখন সুস্থ্যের পথে।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান জানান, গত ৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে আইইডিিিসআরে পাঠানো হয়। ১০ এপ্রিল তার রিপোর্ট পজেটিভ আসে। ঢাকায় না নিয়ে তাকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশন সেন্টারে রাখা হয়। সেখানে চিকিৎসায় তিনি সুস্থ্য মনে করেন। তারপর তার সোয়াব নিয়ে আবারো পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে থেকে রিপোর্ট নেগেটিভ আসে। এরপর একটি নির্দিষ্ট সময় পর দ্বিতীয় দফা তার নমুনা সংগ্রহ করে আবারো ঢাকায় পাঠানো হয়। শুক্রবার সে রির্পোট ও নেগেটিভ আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আইইডিসিআরের নির্দেশনা অনুযায়ী এই নারী এখন পুরোপুরি সুস্থ্য এবং করোনা মুক্ত। স্বাস্থ্য কর্মকর্তা আরোও জানান, ‘৭০ বছরের ওই নারীর রিপোর্ট নেগেটিভ আসলেও ঠিক এখনই তাকে ছাড়া হচ্ছেনা। কারণ এই নারীর পুত্র করোনায় আক্রন্ত তার পুত্রের দ্বিতীয় রিপোর্টটির জন্য অপেক্ষা করছি। তার দ্বিতীয় রিপোর্টটি নেগেটিভ আসলে মা-ছেলেকে এক সাথে হাসপাতাল থেকে বিদায় দিবো।