শ্রীমঙ্গলে প্রথম একজন করোনা ভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার রিপোর্ট শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে আসার পর রোগীর বাসভবনসহ তিনটি ভবন লকডাউন করা হয়েছে।
করোনা আক্রান্ত রোগী হলেন শ্রীমঙ্গলে কর্মরত একজন জুনিয়র ব্যাংক কর্মকর্তা।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, শ্রীমঙ্গলে শুক্রবার প্রথম একজন কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন। এই রোগীর নমুনা গত ২১ এপ্রিল সংগ্রহ করে সিলেট পাঠানো হয়েছিল। শুক্রবার রিপোর্ট পজিটিভ এসেছে।ডা. সাজ্জাদ হোসেন আরো জানান, শুক্রবার রাত আনুমানিক ১২ টার দিকে তিনি রিপোর্টটি পান। তাৎক্ষনিক শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুজ্জামান ও উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী শহরের মৌলভীবাজার সড়কে অবস্হিত রোগীর বাসভবনে যান এবং এখানে পাশাপাশি দু'টি ভবন ও পৃথক স্হানে অবস্হিত একটি ব্যাংক ভবন লকডাউন করেন।
তবে রোগী বর্তমানে সুস্থ রয়েছে বলে জানিয়েছেন ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী।