কসবায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মায়ের জানাযা নামাজ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে কসবা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। গত বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রাশেদুল কাওসার ভুইয়া জীবন বাদী হয়ে কয়েকটি ফেইসবুক আইডির নামে এ মামলা করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, গত ১৮ এপ্রিল ভোর রাতে আইনমন্ত্রী আনিসুল হকের মাতা জাহানারা হক এ্যাপেলো হাসপাতালে ইন্তেকাল করেন। ওইদিন বিকেলে মাত্র ২০/২৫ জনের উপস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে মরহুমার জানাযা অনুষ্ঠিত হয় এবং বনানী গোরস্থানে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন করা হয়। অথচ একটি কুচক্রি মহল অন্য একটি জানাযার দৃশ্য কেটে এনে এডিট করে আইনমন্ত্রীর মায়ের জানাযা নামাজের সাথে সংযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি আইডি থেকে অপপ্রচার ও গুজব ছড়িয়ে আইনমন্ত্রী ও সরকারের ভাবমুর্তিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে। তারই প্রেক্ষিতে এসকল অপপ্রচারকারী ও কুচক্রীমহলের আইডিধারীদের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।
উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন বলেন; বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর বরেণ্য আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল হকের সহধর্মিনী ও আইনমন্ত্রী মহোদয়ের মাতা মুক্তিযুদ্ধের সংগঠক জাহানারা হকের জানাযা নামাজের সাথে অন্য জানাযার ছবি সংযুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে আমি নিজে বাদী হয়ে থানায় মামলা করেছি। আমার দাবী এসকল অপপ্রচারকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদান করা হোক। যাতে ভবিষ্যতে কেউ এ ধরণের অপরাধ করার সাহস না পায়।
কসবা থানা কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন; আইনমন্ত্রীর মায়ের জানাযা নামাজকে নিয়ে অপপ্রচার ও গুজব রটনাকরীদের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে দোষিদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে।