জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের পাঠানপাড়া গ্রামের সুমাইয়া আক্তার(১৬) নামে ক্যাডেট কলেজছাত্রী আত্মহত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার দুপুর দেড়টায় উপজেলার পাঠানপাড়া গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে সুমাইয়া আক্তার বাবা ও বড়ভায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। সে জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজের দশম শ্রেণির ছাত্রী। নিহতের পরিবার ও থানা সুত্রে জানাযায়, ওইদিন নিহত সুমাইয়ার বাবা ও বড়ভাই সৈকত হোসেন মুন্নার মোবাইল ফোন ব্যবহার নিয়ে ঝগড়া হয়। এরপর সে অভিমান করে বাড়ীর বাহিরে চলেয়ায়। কিছুক্ষণ পর সুমাইয়ার মা মেয়েকে বাড়ীর আশপাশ খোঁজাখুজি শুরু করে। একসময় তাকে না পেয়ে পার্শে ইউনাইটেড কেজি স্কুলের এক নিঃজ্বন কক্ষের জানালা দিয়ে দেখতে পায় সুমাইয়া পড়নের ওড়না ঘরের বর্গায় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে আছে। সুমাইয়ার মায়ের আত্মাচিৎকারে পরিবারের অন্যান্য লোকজন ছুটে এসে ঘরের ভিতরে ঢুকে ঝুলন্ত সুমাইয়াকে মাটিতে নামানোর পর দেখতে পায় সে মারাগেছে।
ক্ষেতলাল থানা কর্মকর্তা ইনচার্জ এএসএম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমার প্রাথমিক তদন্তে ও তার পরিবারের লোকজনের সাথে কথা বলে জানতে পারি। মেয়েটি তার বড়ভাই এর সাথে মোবাইল ফোন নিয়ে ঝগড়ার পর অভিমান করে আত্মহত্যার করেছে। তবে থানায় একটি ইউ ডি মামলা নিয়ে মরদেহের সৎকার করার অনুমতি দেওয়া হয়।