করোনা ভাইরাসের মহামারীর মধ্যেও রাজিবপুরে থেমে নেই ভারতীয় ইয়াবা টেবলেট পাচার। গত ২ দিনে জেলার চর রাজিবপুর বটতলার স্বেচ্ছাসেবক বাহিনীর সহায়তায় ৪ ইয়াবা ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে চর রাজিবপুর থানা পুলিশ। চর রাজিবপুর থানা সুত্রে জানান,বৃহস্পতিবার রাতে ৩৫২ পিচ ভারতীয় ইয়াবা ও মোটর সাইকেলসহ ২ জন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তারা হল ইয়ার হোসেন(৩৯) ও জায়েদুল হোসেন (২৪)। তাদের বাড়ি জামালপুর জেলায়। শুক্রবার বেলা ২টার দিকে চর রাজিবপুর বটতলা থেকে স্বেচ্ছাসেবক বাহিনীর সহায়তায় চর রাজিবপুর থানা পুলিশ হুমায়ুন কবীর (২৮) ও রাকিবুল হোসেন (২৩ )কে ৩৫০পিচ ভারতীয় ইয়াবা টেবলেট ও বহনকারী মোটর সাইকেলসহ আটক করেছে। তাদের বাড়ি ময়মনসিংহ জেলায়। এ ব্যাপারে চর রাজিবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) গোলাম মোর্শেদ তালুকদার জানান,তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। শনিবার আসামীদের কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।