জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ দুইজনসহ কমপক্ষে ৮জন আহত হয়েছে। গত ২৪ এপ্রিল শুক্রবার বিকালে বেলাগাছা ইউনিয়নের যমুনার দুর্গম চর উত্তর বরুল গ্রামে ্এ সংর্ঘষের ঘটনা ঘটে।
বেলগাছা ইউপির চেয়ারম্যান ও এলাকাবাসী সুত্রে জানাযায়,কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের সাবেক মেম্বার আবদুর রহিম এর সাথে বেলগাছা ইউপির সাবেক মেম্বার মিন্টু ও সুজন গ্রুপের মধ্যে উত্তর বরুল গ্রামের প্রায় শত একর খাস জমি দখল নিয়ে বিরোধ চলে আসছিল। ওইদিন বিকালে সাবেক মেম্বার আবদুর রহিম তার লোকজন নিয়ে বেলগাছা ইউনিয়নের উত্তর বরুল এলাকায় শত একর খাস জমি দখল নিতে গেলে বরুল গ্রামের মিন্টু ও সুজন গ্রুপের লোকজন বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই সংঘর্ষে সুজন গ্রুপের বেলাল হোসেন (৩০) নামে একজন ঘটনাস্থলেই নিহত হয়। সে সময় জালাল খন্দকার ও এরশাদ নামে দুইজন গুলিবিদ্ধ হয় এ ছাড়া লাঠির আঘাতে সহিদুলসহ উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ৮জন মারাত্বক ভাবে আহত হয়। আহতদের ইসলামপুর উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এদের মধ্যে গুলিবিদ্ধ জালাল ও এরশাদ অবস্থা চরম অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এব্যাপারে ইসলামপুর থানার কর্মকর্তা ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন রাতে নিহতের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
অপর দিকে এ বিষয়ে ইসলমপুর সার্কেলে এর এ এসপি সুমন মিয়া এর কাছে গুলিবিদ্ধ বিষয় জানতে চাইলে তিনি বলেন,গুলিবিদ্ধ হওযার কথা শুনেছি। কিন্তু প্রকৃত গুলিবিদ্ধ কি’না তা’ মেডিকেল রির্পোটে জানা যাবে বলে জানান।