কুড়িগ্রামের রাজারহাটে ২৪এপ্রিল শুক্রবার সেপট্রিক ট্যাংক তৈরি সময় মাটি চাপা পড়ে যাওয়া ২যুবক অল্পের জন্য বেঁচে উঠেছে। তাদেরকে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস টিম জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উপজেলার ছিনাই বড়গ্রাম সিংহীমারী গ্রামের ইউনুছ আলীর বাড়ীতে ২৪এপ্রিল শুক্রবার ল্যাট্রিনের সেপট্রিক ট্যাংক তৈরি করতে ২ শ্রমিক কাজ শুরু করে। প্রায় ১০ফুট মাটি উত্তোলনের সময় গর্তের গাঁ থেকে কাঁদা-বালি মাটি ভেঙ্গে শ্রমিক মোক্তার আলী(৩৫) ও আমিনুল ইসলাম(৩২) চাপা পড়ে যায়। তাদের আত্মচিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে তাদের উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ও কুড়িগ্রাম ফায়ারসার্ভিসের একটি উদ্ধারকারী টিম যৌথভাবে ঘটনাস্থলে পৌচ্ছে প্রায় ৫ঘন্টা ব্যাপী কাজ করে মাটি চাপাপড়া ২জনকে জীবিত উদ্ধার করে। তাদের মধ্যে আমিনুল ইসলামকে গুরুতর আগত অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রাজারহাট থানার কর্মকর্তা ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার নিশ্চিত করেন।