কসবা পৌর শহরে বসবাসকারী তৃতীয় লিঙ্গের ১৪ জন সদস্যের মাঝে শুক্রবার (২৪ এপ্রিল) রাতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আনিসুল হক এমপি’র অর্থায়নে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভুইয়া জীবন এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, পৌর কাউন্সিলর আবু জাহের, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।