গত ২৪ এপ্রিল (শুক্রবার) দুপুরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঠাকুরগাঁও জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন বালিয়াডাঙ্গী শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বালিয়াডাঙ্গী উপজেলার বিশিষ্ট ব্যবসায়ি মেসার্স জলকল মেশিনারীজ এর প্রোপাইটর মোঃ বজলুর রহমান।
করোনা ভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতিতে কৃষি উৎপাদন ও বিপনন ব্যবস্থায় কৃষি মন্ত্রণালয় ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক রাষ্ট্রের আদেশ অমান্য করিয়া জলকল মেশিনারীজ দোকানে অন্যায়ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কর্তৃক জরিমানা করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে বজলুর রহমান।
এ সময় তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি বালিয়াডাঙ্গী উপজেলার কাঁচা বাজার সংলগ্ন মেইন রোডের পার্শ্বে কৃষি যন্ত্রপাতি ও সেচ যন্ত্রাংশ বিক্রয়ের জন্য আমার মেসার্স জলকল মেশিনারীজ ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
বর্তমানে সারা দেশে ইরি, বোরো, ভুট্রা, মরিচ, ইত্যাদি চাষাবাদের মৌসুম চলছে। সারাদেশে করোনা ভাইরাস জনিত উদ্ভুত পরিস্থিতিতে কৃষি উৎপাদনে যন্ত্রপাতি ও বিপনন ব্যবস্থা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর আদেশে সেচ যন্ত্রসহ সকল কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা এবং ক্রয়-বিক্রয় অব্যাহত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সরকার নির্দেশ প্রদান করেছেন। এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তাগণ আমাদের ব্যবসায়িদের সরকারের প্রজ্ঞাপনের চিঠি দিয়েছেন। সেই আলোকে আমি স্বাস্থ্যবিধির সকল নিয়ম কানুন মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে সীমিত পরিসরে সেচযন্ত্র সহ সকল কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ব্যবসা প্রতিষ্ঠান বিক্রয়ের জন্য খোলা রাখি।
গত ২২ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১ টায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা এবং গত ৭ এপ্রিল মঙ্গলবার বিকালে ২ হাজার টাকা সহ মোট ৭ হাজার টাকা আমার মেসার্স জলকল মেশিনারীজ কৃষি যন্ত্রপাতির দোকানে অন্যায় ভাবে জরিমানা করেন। ওই সময় ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপনের আদেশটি দেখানো সত্বেও সংযুক্ত প্রজ্ঞাপন গুলি প্রকাশ্যে জনগনের সামনে ছিড়ে ফেলে দেন। উপর্যুক্ত ঘটনাটির কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠান সহ এলাকার সাধারণ কৃষকরা কৃষি যন্ত্রাংশের উপকরণ না পাওয়ায় কৃষিকাজে মারাত্বক ভাবে ক্ষতিগ্রহস্থ হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে, বাংলাদেশের আবাদি এক ইঞ্চি জমিও যেন পতিত না থাকে তজ্জন বাংলাদেশের প্রতিটি কৃষককে আহবান করেছেন। সে কারণে সরকারের নির্বাহী ও মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের বাঁচার জন্য সংশ্লিষ্ট কৃষি মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেন। এর প্রেক্ষিতে বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি কর্মকর্তার কার্যলয় থেকে আমাদের ব্যবসায়িদের সরকারের নির্দেশনাবলী ও প্রজ্ঞাপনের কপিও সরবরাহ করেছেন।
সরকারের নির্দেশ থাকা সত্বেও চরম অসদাচরণ করে এবং কি কারণে নির্বাহী ম্যাজিষ্ট্রেট অন্যায় ভাবে আমার কৃষি যন্ত্রপাতির দোকানে অর্থ জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কৃষি মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে আবেদন করেছি। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের দৈনিক জাতীয় ও স্থানীয় এবং অনলাইন পত্র-পত্রিকায় সংবাদটি প্রকাশের জন্য অনুরোধ করছি।
এব্যাপারে ঠাকুরগাঁও সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রব্বানী সরদার আমাদের প্রতিনিধিকে জানান, গত ২২এপ্রিল বুধবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে সামাজিক দূরত্ব বজায় রাখার নিমিত্তে বাজারে বের হলে দৃষ্টিগোচর হয় জলকল মেশিনারীজ ব্যবসা প্রতিষ্ঠানে বেশকিছু লোকজন ওয়েলডিংয়ের কাজ করে ভীড় জমিয়েছিলেন। সে কারণে আমি ৫ হাজার টাকা অর্থ দন্ড করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের দেয়া প্রজ্ঞাপনের কাগজ ছিড়ে ফেলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাকে কোনো প্রকার কাগজ দেখানো হয়নি বা আমি ওই কাগজাদি ছিড়ি নাই। এটি সম্পূর্ণ মিথ্যা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খায়রুল আলম সুমন জানান, আমি গত ৭ এপ্রিল মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মেসার্স জলকল মেশিনারীজ দোকানে কোনো প্রকার কৃষি পণ্যের মালামাল দেখতে পাইনি এবং সেদিন রাত ৮টায় পর্যন্ত দোকান খোলা ছিল। সে সময় তার ওয়েলডিং মেশিনের দোকানে অন্তত ৪ থেকে ৫ জন লোক কাজ করছিল। ওয়েলডিং মেশিনের কাজ করার জন্য দোকান মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।