কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর এলাকায় ঘরের বাইরে মানুষের আনাগোনা কম থাকলেও সাতটি ইউনিয়নের গ্রমাঞ্চলের চিএ এখনো বলায়নি চলছে আগের মতোই।
গ্রামের বাসিন্দারা হরহমেশাই ঘর থেকে বের হয়ে এদিক-সেদিক ঘোরাঘুরি করছেন।মাঝেমধ্যে পুলিশের গাড়ির আওয়াজ পেলে দিকবিদিক ছুটে যাচ্ছেন। কিন্তু টহল পুলিশের গাড়ি চলে যাওয়ার পর দেখা মিলছে সেই আগের চিত্র। দেশে করোনা বিস্তারের এই পর্যায়ে এসেও গ্রামের মানুষের এমন অসর্তকতায় করোনাভাইরাস বিস্তারের আশঙ্কা আরও বেশি করে দেখা দিয়েছে।
নিকলী সদরের বাসিন্দাদের মধ্যে শিক্ষিতের হার বেশি। প্রচারণা ও সচেতনতা কার্যক্রমও শুরু হয়েছে অনেক আগে থেকেই। প্রশসাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্কলা বাহিনী ও জনপ্রতিনিধিদের জোর তৎপরতা থাকায় সদরের বাসিন্দাদের অল্প সময়ের মধ্যেই সচেতন করে ঘরে রাখা গেলেও গ্রামের বাসিন্দারদের ঘরে থাকতে বাধ্য করা যাচ্ছে না। গ্রামের হাটবাজারগুলোতে নজনদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছে সচেতন মহল।
নিকলীর নতুন বাজার, দামপাড়া বাজার, জারইতলা বাজার, সাজনপুর বাজার, গুরুই বাজার, ছাতিরচর বাজার, আসানপুর বাজার, পুড্ডা বাজার,বৌ-বাজার, সিপুর বাজার, ভাটিবরাটিয়া বাজার, সিংপুর নদীর দক্ষিণ পাড়েরের বাজার, ঘোড়াদীঘা বাজার, মহরকোনা বাজার,ও মজলিশপুর বাজারগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারগুলোতে দিনরাত মানুষের আনাগোনা থাকে। দোকানগুলোও থাকে খোলা ভেতরে মানুষ জমায়েত হয়ে চা-পান, সিগারেট খাচ্ছে। এমনকি গত শুক্রবার উপজেলার দামপাড়া ইউনিয়নের সুত্রধর পাড়ারর তন্ময় সুত্রধর (২২) করোনা রোগী শনাক্ত হওয়ার পরও স্থনীয় বাজারগুলোতে মানুষের ভিড় আছেই।
সিংপুর বাজারের জাহাঙ্গীর মিয়া বলেন, প্রশসাসনিক কর্মকর্তা, আইনশৃঙ্কলা বাহিনীর তৎপরতা আরও কঠোর হওয়ার দরকার। কাউকে যেন ছাড় না দেওয়া হয়। কিছু মানুষের অসতর্কতায় তাঁরা নিজেরা বিপদে পড়তে পারেন। একই সঙ্গে পরিবার ও আশপাশের মানুষকে করোনা ঝুঁকিতে ফেলছেন।
তবে নিকলী সদর ইউনিয়নের বেশ কিছু গ্রামে স্ব-প্রণোদিত হয়ে এলাকাবাসী লকডাউন কার্যক্রম পালন করে রাস্তাঘাট বন্ধ রেখে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ করছেন। এর মধ্যেও গত বৃহস্পতিবারে উপজেলার বিভিন্ন রাস্তায় ঘোরাঘুরির জন্য নিকলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফসিয়া সিরাত ২০ জনকে ৬ হাজার ৩০০ টাকা জরিমানা করেন।
কয়েক দিন আগে ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট ও চট্রগ্রাম থেকে কয়েক হাজার মানুষ নিকলী উপজেলার সিংপুর, দামপাড়া, কারপাশা ও ছাতিরচর ইউনিয়নে কয়েক হাজার মানুষ ট্রলার ও বাস যোগে গ্রামের বাড়িতে এসেছেন। যারা গ্রামের বাড়িতে এসেছেন সেখানকার বাজারগুলোতে তাদের উপস্থিতিও অনেক বেশি দেখা যাচ্ছে। দিনের মতো সন্ধ্যার পরও একই চিত্র দেখা যাচ্ছে বলে অভিযোগ করছে এলাকা সচেতন মহলের লোকজন ও গ্রামবাসী। ঢাকা, নারায়ণগঞ্জ, সিলেট ও চট্রগ্রাম থেকে কয়েক হাজার মানুষ নিকলী উপজেলার পর থেকে নিকলীতে করোনাভাইরাস আক্রান্ত হওয়ার আতঙ্ক বিরাজ করছে।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুদ্দিন মুন্না বলেন, করোনা প্রতিরোধে মনিটরিং টিম প্রতিনিয়ত গ্রামাঞ্চলেও তদারকি করছে এবং উপজেলার সব ধরণের সাপ্তাহিক হাট বন্ধ করা হয়েছে। গ্রামের বাসিন্দাদের আরও সতর্ক হওয়ার আহবান জানান। পাড়া-মহল্লায় সেলফ লকডাউন কার্যক্রমের আহবান জানিয়েছেন তিনি। না হলে প্রশাসন ও আইনশৃঙ্কলা বাহিনী আরো কঠোর ব্যবস্থা নেবে।