মরণঘ্যাতি করোনা ভাইরাসের প্রার্দুভাবে রংপুর নগরীতে অসহায় দুস্থ ও দিনমজুরা কর্মহীন পড়েছে। কাজকর্ম না থাকায় তারা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এমন পরিস্থিতিতে এসব অসহায়, দুস্থ ও কর্মহীনদের পাশে দাড়িয়েছে রংপুর জেলা ছাত্রলীগ। চলমান করোনা ভাইরাস ত্রাণ বিতরণ কর্মসূচীর অংশ হিসাবে শুক্রবার রংপুর নগরীর বিভিন্ন স্থানে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি। এ সময় মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য সমর মহন্ত, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা পারভেজ জিয়ন, সহ-সম্পাদক আরিফুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক আদনান হোসেনসহ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এব্যাপারে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, ছাত্রলীগের অভিভাবক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধে শুরু থেকেই জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনাসহ অসহায়, দুস্থ ও কর্মহীনদের পাশে রয়েছি। রংপুর নগরীসহ জেলার বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। যা অব্যাহত রয়েছে।