কিশোরগঞ্জের হোসেনপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ও করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ২’শ হতদরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে পৌরসভার ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর এর নিজ বাড়িতে নিরাপদ দূরত্ব বজায় রেখে চাল, ডাল, চিনি, সেমাই, আলু, পেঁয়াজ, বুটসহ অন্যান্য খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
হোসেনপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রফিকুল ইসলাম রফিকের ব্যক্তিগত তহবিল থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন-হোসেনপুর পৌরসভার মেয়র আবদুল কাইয়ুম খোকন, হোসেনপুর সরকারী মডেল পাইলট স্কুল এ- কলেজের সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম খোকন, হোসেনপুর থানার পিএসআই মো. আবদুল মতিন, সমাজসেবক ফখরুল ইসলাম নাজিম, তানভীর আহমেদ সিয়াম প্রমুখসহ অন্যান্যরা।