কালিগঞ্জে চুরিকৃত মোটর সাইকেল ও বাইসাইকেলসহ দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃতরা হলেন উপজেলার চাম্পাফুল ইউনিয়নের ঘুশুড়ি গ্রামের মেছের গাজীর ছেলে এলান (১৮) ও আমজাদ গাজীর ছেলে বাবলা (১৮)।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে সন্দেহজনক ঘোরাফেরার সময় স্থানীয় জনতা এলান ও বাবলাকে আটক করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা চোরচক্রের সদস্য বলে স্বীকার করে। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গা থেকে চুরিকৃত একটি মোটর সাইকেল ও ৫ টি বাইসাইকেল উদ্ধার করেন। পরবর্তীতে থানায় খবর দিলে উপপরিদর্শক সালাহ উদ্দীন ও ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশ উদ্ধার হওয়া মালামালসহ দুই চোরকে থানায় আনেন। কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান চুরির অভিযোগে দু’জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।