রংপুরের পীরগাছায় করোনা পরিস্থিতিতে ঘরে বন্দি থাকা শতাধিক হতদরিদ্রকে খাবার তুলে দিল ইস্পাহানি টি লিমিটেড। শুক্রবার বিকেলে উপজেলা সদর ইউনিয়নের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন পীরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন। এ সময় ইস্পাহানি টি লিমিটেড এর সিনিয়র ডিভিশনাল ম্যানেজার শাহাদৎ হোসেন, সাংবাদিক তাজরুল ইসলাম ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তরুন কুমার বর্মন উপস্থিত ছিলেন। ইস্পাহানি টি লিমিটেড এর সিনিয়র ডিভিশনাল ম্যানেজার শাহাদৎ হোসেন বলেন, আমরা শুরু থেকেই রংপুরের বিভিন্ন উপজেলায় পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে হতদরিদ্রদের মাঝে চাল, ডাল, আলু, তেল ও পাউডার জিংক তুলে দিচ্ছি। আমাদের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।