সরাইলে মেঘনা নদী থেকে ইয়াছিন মিয়া (১৯) নামের এক নৌ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা পোনে ১২টার দিকে অরূয়াইলের মেঘনা নদীর ব্রীজের নীচ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়েছে। ইয়াছিন অরূয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের সুরূজ আলীর ছেলে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, রাণিদিয়া গ্রামের মুখলেছ মিয়ার ষ্টীলের তৈরী মাটি কাঁটার নৌকায় কাজ করত ইয়াছিন। নিয়মিত রাতে নৌকায়ই থাকত সে। গত ২২ এপ্রিল বুধবার সকাল ১০টায় বাড়ি থেকে বের হয়ে নৌকায় আসে ইয়াছিন। সারা দিন শেষে রাত ১০টায় নৌকার মালিক মুখলেছ মিয়া তার মুঠোফোন থেকে নিহতের ফুফু রেজিয়া বেগমের মুঠোফোনে (০১৭০৩-৩১৯৯৬৮) ফোন দিয়ে ইয়াছিন নিখোঁজের বিষয়টি জানান। রেজিয়া বেগম নিখোঁজের বিষয়টি সারা দিন শেষে কেন রাত ১০টায় জানানো হল? এর কারণ জানতে চান রেজিয়া। ওই রাতে বিভিন্ন জায়গায় খোঁজে ইয়াছিনের কোন সন্ধান পায়নি পরিবার ও স্বজনরা। ছেলে নিখোঁজের ঘটনায় মা বাবা সহ পুরো পরিবারে বিরাজ করছে হতাশা। শুক্রবার বেলা পোনে ১২টার দিকে অরূয়াইল পাকশিমুলের মাঝে মেঘনা নদীর উপর স্থাপিত ব্রীজের নীচে লোকজন একটি লাশ পানিতে ভাসতে দেখে চিৎকার করতে থাকেন। অরূয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. কামরূজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে এসে নদী থেকে লাশটি উদ্ধার করেন। পরে নিহত ইয়াছিনের স্বজনরা এসে লাশটি সনাক্ত করেন। তাদের অভিযোগ নৌকার মালিক ও মাঝির উপর। তারা এ ঘটনায় মামলা করার কথা জানান। তাই ময়না তদন্তের জন্য পুলিশ ইয়াছিনের লাশটি সরাইল থানায় পাঠিয়ে দেন। নিহত ইয়াছিনের ফুফু রেজিয়া বেগম বলেন, ছেলেটি তাদের নৌকায় কাজ করে। প্রতি রাতে নৌকাণ্ডই থাকত ইয়াছিন। বুধবার সারা দিন শেষে রাত ১০টায় কেন আমাকে ফোন দিয়ে ইয়াছিন নিখোঁজের কথা জানালেন মালিক মুখলেছ ও মাঝি সেলিম? এখানে আমাদের সন্দেহ হচ্ছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় নিহতের বাবা সুরূজ আলী বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতির কথা জানিয়েছেন রেজিয়া বেগম। এ বিষয়ে কথা বলতে মুখলেছ মিয়ার নম্বর না পাওয়ায় তার আপন বড় ভাই মো. জসিম উদ্দিনের মুঠোফোনে (০১৭১২-২২৯৬২৩) যোগাযোগ করলে বলেন, মুখলেছ আমার ছোট ভাই। তার নম্বরটা আমার কাছে এই মূহুর্তে নেই। চেষ্টা করে দেখি নম্বরটা পায় কিনা। মুখলেছের উপর ইয়াছিনের স্বজনদের অভিযোগের কথা জানালে তিনি বলেন, এ বিষয়ে কিছু বলার নেই। আন্দাজি একটা কথা বললেই তো হবে না। অরূয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মো. কামরূজ্জামান বলেন, নদী থেকে যুবকের লাশ উদ্ধারের পর মা সহ স্বজনরা সনাক্ত করেন এটা ইয়াছিনের লাশ। তারা মামলা করবেন বলে জানান। তাই ময়না তদন্তের জন্য লাশ পাঠিয়ে দিয়েছি।