রংপুরের পীরগঞ্জে ত্রাণের জিআর ৫১ মেট্রিকটন চাল ও নগদ ৯ লাখ ২০ হাজার টাকা বিষয়ে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশের পর জেলা প্রশাসক ২ সদস্য’র তদন্ত কমিটি গঠন করেছে। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি খতিয়ে দেখে তদন্ত প্রতিবেদনের নির্দেশ প্রদান করেন জেলা প্রশাসক। কমিটির সদস্যরা হলো- স্থানীয় সরকারের উপ-পরিচালক ডিডিএলজি সৈয়দ ফরহাদ হোসেন ও জেলা ত্রাণ পুর্ণবাসন কর্মকর্তা এটিএম আকতারুজ্জামান। গত বৃহস্পতিবার জেলা প্রশাসক বিষয়টি তদন্তে ২ সদস্য’র কমিটিকে দায়িত্ব দেন। গত বুধ ও বৃহস্পতিবার বিভিন্ন মিডিয়ায় পীরগঞ্জে ত্রাণের ৫১ মেট্রিকটন চাল, সোয়া ৯ লাখ টাকার হিসেব মিলছে না, ত্রাণ নিয়ে তেলেসমতি, নয় ছয় নামে সংবাদ প্রকাশ হয়। এ প্রসঙ্গে জেলা প্রশাসক আসিব আহসান মুঠোফোনে জানান, বিভিন্ন সংগঠনের সদস্যদের ইউএনও ত্রাণ বিতরণের কথা জানিয়েছেন। তবুও বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ প্রসঙ্গে রংপুর জেলার দায়িত্বপ্রাপ্ত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচীব রেজাউল আহসান মডেল মুঠোফোনে জানান, দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলে জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, করোনা পরিস্থিতি মোকাবেলায় পীরগঞ্জে সরকারী ত্রানের (জিআর) চাল বিতরণে তেলেসমাতি ঘটনা ঘটে। সাংবাদিকরা পিআইও’র কাছে ত্রাণ বিতরণে তথ্য জানতে চাইলে তিনি ৫১মেট্রিক টন চাল এবং ৯ লাখ ২০ হাজার টাকার সঠিক হিসেব দিতে পারেনি। কিছুদিন ধরে ১৫টি ইউনিয়নের চেয়ারম্যানগণ ক্ষুব্ধ হয়ে ত্রাণের চাল হরিলুট হওয়ার অভিযোগ করে আসছে। অথচ প্রতিনিয়ত ত্রাণ পেতে সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিদের বাড়ি বাড়ি ছুুটছে নিম্ন অসহায় মানুষ। গত মঙ্গলবার সাংবাদিকারা ত্রাণ বিতরণের সর্বশেষ পরিস্থিতি জানতে পিআইও দপ্তরে যান। এ সময় পিআইও মিজানুর রহমান সাংবাদিকদের জানান, মার্চ মাসের ২৪, ২৫, ৩১ ও চলতি মাসের ১, ৩, ৫, ১১, ১৪, ১৫ তারিখে ৯ ধাপে উপজেলায় ত্রাণ হিসেবে ২৫১ মেট্রিক টন চাল ও নগদ ৯ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসক। প্রতিটি ইউনিয়নে প্রথম পর্যায়ে ১’শ ২৫ জন, ২য় পর্যায়ে ২’শ জন, ৩য় পর্যায়ে ৩’শ জনসহ ৪র্থ ধাপে ৬’শ জনের (প্রক্রিয়াধীন) প্রত্যেককে ১০ কেজি করে ইউনিয়ন প্রতি সোয়া ১২ মেট্রিকটন হিসেবে ১৫টি ইউনিয়নে ১৮৩.৭৫ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়। এছাড়াও পৌরসভায় প্রথম পর্যায়ে ১’শ ২৫জন, দ্বিতীয় পর্যায়ে ৩শ’জন, তৃতীয় পর্যায়ে ৫শ’জন ও চতুর্থ পর্যায়ে ৭শ’জনের (প্রক্রিয়াধীন) প্রত্যেককে ১০ কেজি করে পৌরসভায় সোয়া ১৬ মেট্রিকটন বরাদ্দ দেয়া হয়। মেয়র তাজিমুল ইসলাম শামিম পিআইও’র তথ্যের সাথে একমত পোষণ করেন। ইউনিয়ন ও পৌরসভায় ২’শ মেট্রিক টন বরাদ্দের তথ্য পেয়ে অবশিষ্ট চাল ও টাকার বিভাজন সম্পর্কে জানতে চাইলে পিআইও জানান, অবশিষ্ট চাল ও নগদ টাকা ইউএনও মমিন, উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল বিতরণ করেছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুর রশিদ গত বুধবার পর্যন্ত উপজেলার দুটি খাদ্য গুদাম ভেন্ডাবাড়ি ও পীরগঞ্জ সদর থেকে ৯০ মে. টন চাল সরবরাহের তথ্য জানান। পিআইও’র দেয়া তথ্যমতে ৫১ টন চাল এবং ৯ লাখ ২০ হাজার টাকার কোন হদিস মিলছে না। পাশাপাশি ওই ৫১ মেট্রিকটন চাল ও টাকা ইউএনও, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বিতরণ করলেও কাগজে কলমে বড় আলমপুর, পীরগঞ্জ সদর ও রামনাথপুর ইউনিয়নের চেয়ারম্যানদের নামে ১০ মেট্রিকটন করে ৩০ মেট্রিকটন ডিও দেখানো হয়। ওই তিন ইউনিয়নের চেয়ারম্যান ডিওতে সই করতে অসম্মতি প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে পীরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম ময়না জানান, ডিওতে স্বাক্ষর চাইলেও আমি স্বাক্ষর করিনি। আমার ইউনিয়নের নামে বরাদ্দ ইউএনও সাহেব কেন বিতরণ করবেন ? বড়আলমপুর ইউপির চেয়ারম্যান হাফিজার রহমান বলেন, আমার নামে বরাদ্দকৃত ১০ মেট্রিক টন চাল ইউএনও স্যার নিয়েছে। তিনি কোথায় দিয়েছেন, তা আমি জানি না। তবে বিষয়টি মৌখিকভাবে জানালেও এখনও ডিওতে স্বাক্ষর করিনি। একই মন্তব্য ১৩ নং রামনাথপুর ইউনিয়নের চেয়্যারম্যান ছাদেকুল ইসলাম বিএসসির। এ প্রসঙ্গে রায়পুর ইউপির চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল চৌধুরী ক্ষোভ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, সরকারি ত্রাণ এখানে হরিলুট করা হচ্ছে। আর আমরা দরিদ্র মানুষের অত্যাচারে বাড়িতে থাকতে পারছি না। ফলে ৩ চেয়ারম্যানের নামে ৩০ টন চালের ডিও নিয়ে এক নাজুক অবস্থার সৃষ্টি হয়েছে। অপরদিকে ত্রাণ হিসেবে ৯ লাখ ২০ হাজার টাকা কোথায় কিভাবে ব্যয় করা হয়েছে, তার কোন হদিসই মিলছে না। এ ব্যাপারে মিঠিপুর ইউপি চেয়ারম্যান এসএম ফারুক, শানেরহাট ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, চতরা ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন, কাবিলপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, ভেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ক্ষোভ প্রকাশ করে জানান, জেলা প্রশাসকের বরাদ্দ সঠিকভাবে বিভাজন করলে ত্রাণের চাহিদা কমতো। মাঠ পর্যায়ের জনপ্রতিনিধিদের মতামত ছাড়াই ওই ৩ ব্যক্তি ৫১ টন চাল কিভাবে বিতরণ করে তা আমাদের বুঝে আসে না। এছাড়াও পিআইও কে নগদ টাকার কথা জিজ্ঞেস করলেও তিনি সদুত্তর দিতে পারেননি। টাকা পেলে হয়তো আরও অনেক নিরীহ মানুষকে সহায়তা দেয়া যেত। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা টিএম মমিন জানান, আপোদ কালিন হিসেবে বিধি সম্মতভাবে ওই চাল উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যদের মাঝে বিতরণ করেছে। এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডলকে মুঠোফোনে যোগাযোগ করা হলেও ফোনে পাওয়া যায়নি। এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা ও সাধারণ সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামিম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, জিআর ও নগদ অর্থ বিতরনের বিষয়টি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদেরকে অবহিত করার সরকারী নির্দেশনা থাকলেও পীরগঞ্জ উপজেলায় তা উপেক্ষিত হয়েছে রহস্যজনক কারনে। এদিকে ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল তার ফেসবুক একাউন্টে ত্রাণ বিতরণে তথ্য দিয়েছে, সেখানে ২২ টন চাল নিজেরা বিতরণের স্বীকার করে হিসেব মিলানো হয়েছে। সে হিসেবে ২২ টন মাল ২২০০ মানুষকে বিতরণ করা হয়। অথচ ২২’শ বস্তা ক্রয় ও প্রিন্ট করতে ৪ লাখ টাকা, ২২’শ মিস্টি কুমড়া ও আলুতে ৫ লাখ ৯৪ হাজার ব্যয় দেখানো হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে অটো রাইচ মিলের জনৈক মালিক জানান, চাল পরিবহনে ৫০ কেজির বস্তায় প্রিন্টসহ খরচ হয় ১৪ টাকা। ত্রাণ বিতরণে বস্তাতো অনেক হালকা এবং ডিজিটাল প্রিন্টও নয়। সুতরাং এতে তো বিপুল অর্থ ব্যয় হবার কথা নয় !