মরন ভাইরাস করোনার মহামারিতেও থেমে নেই অসাধু ব্যবসায়ীরা। অন্নযোগানদাতা কৃষকের কাছে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি করে হাতিয়ে নিচ্ছে টাকা। ক্ষতিগ্রস্থ হচ্ছেন গ্রামের সাধারন কৃষক।
বৃহস্পতিবার দিনব্যাপি কালীগঞ্জ শহরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুবর্না রানী সাহা এ সময় তিনি সরকারি নির্দেশ অমান্য করায় ২০ ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৭ হাজার ৩’শ টাকা জরিমানা আদায় করেন। এ সময় কালীগঞ্জ থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
অপরদিকে ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার মল্লিকপুর বাজারে মেসার্স রহমান এন্টার প্রাইজে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভুপালী সরকার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় সেনাবাহীনির একটি টিম উপস্থিত ছিলেন।
এসময় তিনি বলেন, এসব মেয়াদ উত্তীর্ণ কীটনাশক ও নিম্নমানের বীজ বিক্রির ফলে সাধারণ কৃষকরা চরম ভাবে আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছে।
এছাড়াও করোনা ভাইরাস রোধে সামাজিক দুরুত্ব বজায় না রাখা ও সরকারী নির্দেশনা অমান্য করায় বিভিন্ন যানবাহন চলাক ২১ ব্যক্তিকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬হাজার টাকা জরিমানা আদায় করেন কালীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ভুপালী সরকার।
কালীগঞ্জ সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্ট্রেট ভুপালী সরকার জানান, সরকারি নির্দেশ অমান্য করায় ২১ ব্যক্তিকে ৬ হাজার টাকা জরিমানা ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্না রানী সাহা জানান, সরকারি আদেশ অমান্য করায় ভ্রাম্যমান আদালতে এ জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।