কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া উচ্চবিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে নিজ মালিকানাধীন ও দখলীয় সম্পত্তিতে ভবন নির্মাণ করছে বদরপুর গ্রামের এনামুল হক ভূঁইয়ার ছেলে নাজমুল হাসান ভূঁইয়া রাজু ও তার পরিবার। এতে স্থানীয় বায়রা গ্রামের মকু আলীর ছেলে আবদুল মতিন উচ্চ আদালতের রায় উপেক্ষা করে কাজে বাধা দিয়ে চাঁদা দাবী করে। শুক্রবার সকাল ১০টার দিকে মতিন দলবল নিয়ে নির্মাণাধীন ভবনের কাজে বাধা দিয়ে ব্যাপক ক্ষতি করে।
জায়গার মালিক নাজমুল হাসান ভূঁইয়া রাজু বলেন, আমার পিতা থেকে কবলা মূলে আমরা এ সম্পত্তির মালিক। হয়রানির উদ্দেশ্যে আবদুল মতিন আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে। পরে এ মামলায় উচ্চ আদালতের রায়ে ওই জমিতে আমরা বহাল থাকি। গত একমাস থেকে আমরা ওই জমিতে ভবন নির্মাণের কাজ করছি। শুক্রবার সকালে হঠাৎ আবদুল মতিন, ইউপি সদস্য শফিকুর রহমান, বদরপুর গ্রামের আবদুর রহমান, মনির হোসেন, মোনাজ রহমান, আবদুল করিম ও আবদুল জাব্বারের নেতৃত্বে শতাধিক সন্ত্রাসী বাহিনী ওই স্থানে এসে কাজে বাধা দিয়ে আমাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবী করে। চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমাদের নির্মাণাধীন কাজে ব্যাপক ক্ষতি সাধন করে। এ বিষয়ে আমরা নাঙ্গলকোট থানায় অবহিত করি।