কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও মক্রবপুর ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক মোবারক খাঁনের ব্যক্তিগত অর্থায়নে করোনা ভাইরাসের কারণে কর্মহীন ও দরিদ্র প্রায় ২০০ পরিবারে মাছ বিতরণ করেন। শুক্রবার দুপুরে হাফানিয়া গ্রামের নিজ বাড়ীতে ওই নেতা এ মাছ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, মক্রবপুর ইউনিয়ন পরিষদ সদস্য মাহবুবুল হক, উপজেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
আ’লীগ নেতা মোবারক খাঁন বলেন, এসময়ে সবাই কর্মহীন হয়ে পড়ায় বিভিন্ন ব্যক্তি ও সরকার খাদ্য সামগ্রী বিতরণ করছে। আমি ভিন্ন ভাবে আমার এলাকার কর্মহীন ও দরিদ্রদেরকে মাছ উপহার দিয়েছি।